বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক আফ্রিদি

পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক আফ্রিদি 

afridi ai

স্পোর্টস ডেস্ক : অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার এক বৈঠকে টি-টোয়েন্টিতে মোহাম্মদ হাফিজের উত্তরসূরি হিসেবে আফ্রিদিকে বেছে নেয়। পাশাপাশি প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ মইন খানকে। একই সঙ্গে সাবেক এ উইকেটকিপার ব্যাটসম্যানকে দলের ম্যানেজারের দায়িত্বও দেয়া হয়।
আফ্রিদি-মিসবাহদের প্রধান পরামর্শদাতা হিসেবে সাবেক অধিনায়ক জাহির আব্বাসের হাতে দায়িত্ব তুলে দেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি।
সাম্প্রতিক সময়ে তিনি পাকিস্তান দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে সেমিফাইনালে তুলতে না পারায় পাকিস্তান দলের নেতৃত্ব ছাড়েন মোহাম্মদ হাফিজ। তার জায়গায় শাহিদ আফ্রিদির ওপরই আস্থা রাখে পিসিবি। এর আগেও পাকিস্তান জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি।
২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব ছিল আফ্রিদির হাতেই। সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। তারপর টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটেও নেতৃত্বের দায়িত্ব দেয়া হয় মিসবাহ-উল হককে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone