বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » পর্যটন » ছাতার শহর অ্যাগুয়েডা!

ছাতার শহর অ্যাগুয়েডা! 

full_567936455_1397737494

ডেস্ক রিপোর্ট : তুমুল বৃষ্টি হচ্ছে। আপনি হাঁটছেন ইউরোপের দেশ পর্তুগালের অ্যাগুয়েডা শহরের রাস্তা দিয়ে। অথচ হাতে ছাতা না থাকলেও আপনি ভিজবেন না।

কোনো অলৌকিক শক্তিকে নয়, এজন্যে উপরে তাকিয়ে এজন্য আপনি ধন্যবাদ দেবেন মাথার উপর ভাসমান অসংখ্য রংবেরঙের ছাতাকে। আর রঙিন ছাতার নিচের আবহাওয়াটাও হয়ে থাকে অন্যরকম রঙিন।
‘দ্যা আমব্রেলা স্কাই’ প্রকল্পের আওতায় ২০১২ সালে দেশটির অ্যাগুয়েডা শহর এভাবে ছাতা দিয়ে সাজানো হয়। এর পর ইন্টারনেট দুনিয়ায় শহরের ছবি ছড়িয়ে দেওয়া হয়। আর এরপরই আসতে শুরু করে দর্শনার্থীরা।
এবছর চিত্রকররা ছাতাগুলোতে নতুনত্ব এনেছেন। তারা এমন রং ব্যবহার করেছেন যে, দেখলে মনে হবে সেগুলো থেকে রঙের ঝরনা ছড়িয়ে পড়ছে নিচের রাস্তায়।যারা এই রাস্তা দিয়ে হেঁটেছেন তারা প্রত্যেকে বলেছেন, এই রাস্তা দিয়ে হাঁটার একধরনের জাদুকরী অনুভূতি আছে যা আপনাকে মোহিত করবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone