বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » এবার মমতার যাত্রা পথে বিস্ফোরক উদ্ধার

এবার মমতার যাত্রা পথে বিস্ফোরক উদ্ধার 

momota ai

আন্তর্জাতিক ডেস্ক : ফের একটুর জন্য রেহাই পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে না পেতেই শুক্রবার তার যাত্রাপথে উদ্ধার হয়েছে বিস্ফোরক।

এ ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ি এলাকার বোলপুরে। তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে সিউড়িতে জনসভা ছিল মমতার। নলহাটি থেকে ফেরার পথে তার যাত্রাপথের মাত্র পাঁচ কিলোমিটার দূরে উদ্ধার হয় এই বিস্ফোরক।
প্রথমে একটি কৌটার মধ্যে তার দেখতে পাওয়া যাচ্ছিল। বোম স্কোয়াডকে খবর দিলে সেখানে পাওয়া যায় জিলেটিন স্টিক ও ব্যাটারি। এ ঘটনায় আটক এক ব্যক্তিকে জিঞ্জাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বোম স্কোয়াডের প্রাথমিক ধারণা এটি জনবহুল এলাকায় ঘটলে বহু মানুষের প্রাণহানির সম্ভাবনা ছিল। একটি বড় ধরনের বিস্ফোরণ হতে পারতো। এর আগে বৃহস্পতিবার মালদার হোটেল গোল্ডেন পার্কে আগুন লাগার পর থেকেই নাশকতার ছায়া দেখছেন তৃণমূল নেতৃবৃন্দ।
শুক্রবার ক্ষুব্ধ মমতা জানান, আমাকে খুনের চক্রান্ত করা হয়েছে। আটকাতে না পেরে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে। মালদহের হোটেলের অগ্নিকাণ্ডে মারাও যেতে পারতাম আমি।
পরপর দুই দিনে দু’টি মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone