বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » স্থগিত হওয়া পরীক্ষা ৮ জুন

স্থগিত হওয়া পরীক্ষা ৮ জুন 

image_85718_0

এইদেশ এইসময়, ঢাকা : প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় ঢাকা বোর্ডের স্থগিত এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাটি আগামী ৮ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের পর বৃহস্পতিবার দুপুরে নতুন এ তারিখ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।
কমিটির প্রধান করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব আব্দুস সালাম হাওলাদারকে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- শ্রীকান্ত কুমার চন্দ্র, মো. শহিদুল খবির চৌধুরী, মো. মঞ্জুরুল কবির এবং ফজলে এলাহি।
এরআগে বুধবার রাতে অনিবার্য কারণবশত ঢাকা বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়।
গত ৩ এপ্রিল থেকে দেশের ১০টি বোর্ডের অধীনে সারা দেশে একযোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা ৫ জুন পর্যন্ত চলার কথা ছিল।
এবারের পরীক্ষায় ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ১০ লাখ ১২ হাজার ৫শ ৮১ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ১ লাখ ২৮ হাজার ৭শ ৯৩ জন পরীক্ষার্থী বেড়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone