বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বরিশালের সাবেক মেয়র হিরণ আর নেই

বরিশালের সাবেক মেয়র হিরণ আর নেই 

ai

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর আ’লীগের সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য শওকত হোসেন হিরণ ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সকাল সাতটার দিকে তিনি মারা যান। বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃতে্যু গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
হিরণের পরিবারের সদস্য এবং বরিশালের স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২২ মার্চ রাতে বরিশাল ক্লাবে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে যান হিরন। এর পর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। গুরুতর অবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হলে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ওই রাতেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
২৩ মার্চ অ্যাপোলোতে প্রথম দফায় অস্ত্রোপাচার করা হয়। এরপর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও গ্লেন ঈগলস মেডিকেল সেন্টারে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
১৯৮৫ সালে বরিশাল সদর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে হিরণ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৮ সালের ওয়ান ইলেভেনের সরকারের অধীনে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে শওকত হোসেন হিরণ মেয়র নির্বাচিত হন। সবশেষ গত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-৫ (সদর) আসন থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone