বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » নাইজেরিয়ায় ১৫০ জনের গণকবর

নাইজেরিয়ায় ১৫০ জনের গণকবর 

Nigeria-map-নাইজেরিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক : আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি পৃথক বেশ কয়েকটি হামলায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছে।

এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। তবে আহতের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। বহু মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশের একটি দূরবর্তী গ্রামে এক হামলায় ১০৫ জন নিহত হয়েছে। সরকারিভাবে প্রথমদিকে নিহতের সংখ্যা ৩০ জন উল্লেখ করা হলেও পরে দ্রুত সে সংখ্যা বাড়তে থাকে। অজ্ঞাত বন্দুকধারীরা একটি গ্রামে পাহারা পরিষদের সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে হামলা চালায়। ১ শতাধিক মোটরবাইকে চড়ে সশস্ত্র হামলাকারীরা ওই গ্রামে ঢুকে ৩ ঘণ্টারও বেশি সময় এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বহু হতাহতের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

গত রোববার প্রায় ৪০ জনের মৃতদেহ কবর দেয়া হয়। ওই প্রদেশের গভর্ণর আবদুল আজিজ ইয়ারির উপস্থিতিতে বহু নারী ও শিশুসহ ৭৯ জনকে গণকবর দেয়া হয়। এ সময় ভীষণ কান্নায় ভেঙে পড়েন গভর্নর। পৃথক এক ঘটনায় উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের একটি এলাকায় হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই রাজনীতিবিদ। ইয়োব প্রদেশে বন্দুকধারীদের গুলিতে ২০ জন নিহত হয়েছে।

ধারণা করা হচ্ছে, হামলাকারীরা কট্টরপন্থী সংগঠন বোকো হারামের সদস্য। ১৩টি গাড়ি ও মোটরবাইকে চড়ে তারা হামলা চালায়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone