বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » যে কোন সময় বের হতে পারেন খালেদা জিয়া

যে কোন সময় বের হতে পারেন খালেদা জিয়া 

khkai

এই দেশ এই সময়, ঢাকা : বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা বাসভবন ও সামনের সড়ক নিরাপত্তা বেষ্টনিতে আবদ্ধ। যা দলীয় নেতাদের ভাষায় কার্যত অবরুদ্ধ। বিএনপি নেতার বাসভবনের সামনের রাস্তায় একদিকে তিনটি অন্য দিকে দু’টি বালুভর্তি ট্রাক, জলকামান থাকলেও আজ সোমবার যুক্ত হয়েছে একটি গাড়ির র‌্যাকার। বাসভবনের মূল ফটকে রয়েছে তিন স্তর বিশিষ্ট মহিলা পুলিশ এবং তাদের সামনে ও দুইপাশে আরো সাতটি স্তরে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। বিজিবি ও ব্যারের নিয়মিত টহল রয়েছে। পাশের রাস্তায় যান চলাচল সীমিত আকারে চলাফেরা করলেও বাসভবনের সামনের রাস্তাটি অবরুদ্ধ আছে।

বিএনপির একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়া যে কোনো সময় বাসা থেকে বের হবেন। আইন-শৃঙ্খলা বাহিনী যদি কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাহলে তিনি দলের পূর্ব ঘোষিত ‘গণতন্ত্রের অভিযাত্রা ’কর্মসূচিতে অংশ নিতে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে যাবেন। অন্যথায় গতকালের মতো আবারো বাসভবনের মূল ফটকে অবস্থান নিবেন এমনকি আরো কঠোর কর্মসূচি পালনে ঘোষণা দিতে পারেন।

উল্লেখ্য, গতকাল রোববার বিএনপি চেয়ারপারসন তার বাসভবন থেকে বের হতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। তখন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি সোমবারও চলবে বলে ঘোষণা দেন বেগম খালেদা জিয়া। আজও যদি একইভাবে বাধা দেওয়া হয় এই কর্মসূচি অব্যাহত থাকবে, তা আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধীদলীয় নেতা।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলন করে ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন প্রতিহত করতে সারাদেশের সক্ষম নাগরিকদের লাল-সবুজ পতাকা হাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণজমায়েত হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone