বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সংবিধান লঙ্ঘন করেছে ইসি : ব্যারিস্টার রফিকুল

সংবিধান লঙ্ঘন করেছে ইসি : ব্যারিস্টার রফিকুল 

rafi ai

এইদেশ এইসময়, ঢাকা : বিএনপি নাকে খত দিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে’  এমন বক্তব্য দিয়ে ইসি সংবিধান লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
অবিলম্বে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আব্দুল মোবারককে প্রত্যাহার করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান তিনি।
রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার ৫ বছর ক্ষমতায় থাকলে  দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এ সরকারের কোন জনসম্পৃক্ততা নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে প্রামণিত হয়েছে এই নির্বাচন কমিশনার ও শেখ হাসিনার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এ সময় তিনি বলেন, আইনের নির্দিষ্ট প্রক্রিয়া ব্যবহার না করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ও  দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূর এ আরা সাফা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone