বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, মে ৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » কম্পিউটারের নির্দেশে চলবে গাড়ি!

কম্পিউটারের নির্দেশে চলবে গাড়ি! 

image_83970_0

কম্পিউটারের কয়েকটি বাটন চেপে নির্দেশনা দিয়ে রাখলেই সঠিক গন্তব্যে পৌঁছে যাবে ‘কমান্ড অপারেটেড লাইন ফলোয়ার ভিকেল’। যা ব্যবহারে খুব সহজেই যেকোন গোপন কাজও করিয়ে নেয়া যাবে। প্রয়োজনে ভিডিও দৃশ্যও ধারণ করা যাবে গাড়িটি ব্যবহার করে।

প্রযুক্তি ডেস্ক : শনিবার বিকেলে রাজধানীর সাইন্স ল্যাবরেটরিতে বিসিএসআইআর বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৪ এ গিয়ে পরিচয় হয় দুচাকা বিশিষ্ট গাড়িটির সঙ্গে।

বিশেষ সুবিধা সম্বলিত এ গাড়িটি তৈরি করেছেন আহ্সানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল হাসান।

এখন পর্যন্ত গাড়িটি তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার টাকা।

নাজমুল হাসান জানান, এখনো তার প্রজেক্টের কাজ পুরোপুরি শেষ হয়নি। এটি শেষ করতে আরো টাকা খরচ হবে।

নাজমুল হাসানের এ প্রয়াস সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘যেখানে মানুষ অবাধে প্রবেশ করতে পারে না, সেখানেও এ গাড়িটি নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে প্রবেশ করতে পারবে এবং তথ্য সংগ্রহের যেকোন কাজ খুব সহজেই করতে পারবে।’

তিনি বলেন, ‘ছোট বেলা থেকে বিদেশি অনেক ছবিতে দেখেছি এমন প্রযুক্তির ব্যবহার করতে। তাই অনেক আগে থেকেই এমন কিছু করার ইচ্ছা ছিলো। পরে উচ্চমাধ্যমিক শেষ করে ভর্তি হলাম রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। মূলত সেখান থেকেই আবার নতুন করে আমার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে।’

‘কমান্ড অপারেটেড লাইন ফলোয়ার ভিকেল’ গাড়িটির বিশেষ সুবিধা প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘আমার এ গাড়িটি সম্পূর্ণ তারহীন। তাছাড়া বিমানের মত এতে কম্পিউটার থেকে যে কমান্ড দিয়ে রাখা হবে, ঠিক সেভাবেই কাজ করবে গাড়িটি। প্রয়োজনে নিঃশব্দেও চলতে পারবে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন আরো বেশি করে করা দরকার। তাতে আমাদের দেশের তরুণরা বিজ্ঞান নিয়ে কাজ করতে উৎসাহিত হবে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone