বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » প্রিন্টার বানাবে মজাদার খাবার!

প্রিন্টার বানাবে মজাদার খাবার! 

download

প্রযুক্তি ডেস্ক : আগ্নেয়াস্ত্র বানানোর খবরে থ্রি-ডি প্রিন্টার (ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্র) প্রথম আলোচনার ঝড় তোলে। একই সঙ্গে এর বিপজ্জনক ভবিষ্যৎ সম্পর্কেও অনেকে সতর্ক করে দেন। এমনকি অত্যাধুনিক প্রযুক্তির এ মুদ্রণযন্ত্র সবার হাতে পৌঁছে যাওয়ার আগেই নিষিদ্ধ করার দাবিও ‍ওঠে।

অস্ত্র তৈরি নিয়ে সমালোচনার ঝড় তুলে নিজের অস্তিত্ব বিপন্ন করলেও এই মুদ্রণযন্ত্র কিন্তু একের পর চমক দেখিয়ে যাচ্ছে। এবার আসছে মাস্টার শেফ হয়ে। রেসিপি প্রোগ্রাম করতে পারলে এ যন্ত্র বানিয়ে দেবে চকোলেট, বার্গারসহ মজাদার খাবার।

ব্রিটেনের ব্রুকলিন ভিত্তিক একটি সফটওয়্যার নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠান কিকস্টারটার এ প্রিন্টার তৈরি করেছে। ৭৮ জন তরুণকে নিয়ে গঠিত এ প্রতিষ্ঠানটি নতুন নতুন আইডিয়া নিজে কাজ করে।

তারা নতুন এই প্রিন্টারটি বাণিজ্যিকভাবে তৈরির জন্য আগ্রহী ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে তহবিল সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে। ২০১৫ সালের জানুয়ারি নাগাদ এটি বাজারে আসতে পারে। তখন দাম পড়বে এক হাজার ডলার। আর যদি এখই ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্রে প্রস্তুতকৃত খাবার দিয়ে ডিনার পার্টির আয়োজন করতে চান তাহলে আগামী অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে খরচ পড়বে ২ হাজার ডলার।

এই দারুণ মুদ্রণযন্ত্রের নাম দেয়া হয়েছে ফুডিনি। এতে কোনো রেসিপির প্রয়োজনীয় উপাদান দিয়ে দিলেই পছন্দের খাবারটি বানিয়ে দিতে পারে। এটি তৈরি করতে পারে র‌্যাভোলি (ময়দা ও ডিম দিয়ে তৈরি যা মাংস সহযোগে রান্না করা হয়), আপনার নিজস্ব রেসিপির ক্র্যাকার বা কুকিস এবং মজাদার ডার্ক চকোলেট।

এর কৌশলটি হলো- প্রথমে প্রিন্টারের ফুড ক্যাপসুলে প্রয়োজনীয় উপাদান দিয়ে দেবেন। এরপর রেসিপিটি প্রোগ্রাম করতে হবে। ব্যস, এক কমান্ডেই কয়েক মিনিটের মধ্যে তৈরি হবে পছন্দের খাবার।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone