বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সহিংসতা উৎপাদনে ইসি দক্ষতার পরিচয় দিচ্ছে: রিজভী

সহিংসতা উৎপাদনে ইসি দক্ষতার পরিচয় দিচ্ছে: রিজভী 

ai

প্রধান প্রতিবেদক :  বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, উপজেলা নির্বাচনে সহিংসতা দমনে নির্বাচন কমিশন ব্যর্থ নয়, বরং সহিংসতা উৎপাদনে নির্বাচন কমিশন যথেষ্ঠ দক্ষতার পরিচয় দিচ্ছে।

আজ শনিবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য চতুর্থ দফা উপজেলা নির্বাচনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সরকার নিজস্ব প্রার্থীদের বিজয়ী করতে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব ব্যাপারে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবহিত করা হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ইতোমধ্যে আগামীকালের নির্বাচনে সহিংসতার আলামত দেখা যাচ্ছে।

এ সময় নির্বাচনের আগের দিন পুলিশ সুপারদের রদবদলের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রিজভী বলেন, নির্বাচনে কারচুপি করতে দলীয়ভাবে প্রিজাইডিং অফিসারদের নিয়োগ দেয়া হয়েছে।

চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে বিএনপি সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যাপকভাবে গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি’র এ নেতা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone