বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বাস-সিএনজি সংঘর্ষ, বাউল শিল্পীসহ নিহত-২ সুনামগঞ্জে সুরমা ব্রিজে

বাস-সিএনজি সংঘর্ষ, বাউল শিল্পীসহ নিহত-২ সুনামগঞ্জে সুরমা ব্রিজে 

Picture collecteded

সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজে বাস ও সিএনজির মুখামুখি সংঘর্ষে বাউল শিল্পীসহ দু’জন নিহত হয়েছে। আরো তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার শিমুলতলা (মুক্তিরগাঁও) গ্রামের বাউল শিল্পী পাগল হাসান ও আহাদ আলীর ছেলে ছাত্তার মিয়া (৫২)।

আহতরা হলেন একই গ্রামের সিরাজ আলীর ছেলে রুকন মিয়া (৩০), কাদির মিয়ার ছেলে লায়েস মিয়া (৩৫) ও জাহাঙ্গীর মিয়া (৩৫)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সুরমা ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারাবাজার অঞ্চল হতে সুরমা ব্রিজের দক্ষিণ পাশ থেকে একটি সিএনজিতে পাঁচজন যাত্রী নিয়ে ছাতক আসছিল। সিএনজি ব্রিজ পার হলে উত্তর পাশ থেকে আসা খালি বাসের সাথে মুখামুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ছাতক ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এতে আহত তিনজনকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone