বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিজিপি সদস্য বাংলাদেশে আরও ৪৬

বিজিপি সদস্য বাংলাদেশে আরও ৪৬ 

File Picture

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলা সংঘর্ষে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া অব্যাহত রয়েছে

বাংলাদেশে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে আরও ৪৬ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেে। এ নিয়ে গত তিন দিনে মিয়ানমার বিজিপির ৮০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

 এ তথ্য জানানো হয়েছে বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে।

বিজিবি বলছে, পার্শ্ববর্তী দেশটিতে নতুন করে সংঘর্ষ চলছে। এতে প্রাণ বাঁচাতে জান্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছেন। গতরাতেও (মঙ্গলবার) ৪৬ জন প্রবেশ করেন। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ শেষে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের আশ্রয়ে আছেন বর্তমানে ২৬০ জন বিজিপি সদস্য।

এর আগে চলতি বছরের শুরুতে ৩৩০ জন বিজিপি সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তাদেরকে বিজিবি আশ্রয় দেয়। পরে ১৫ ফেব্রুয়ারি দেশটি কক্সবাজার নৌ-সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত নেয়। এরপর নতুন করে আরও ২৬০ জন বিজিপি সদস্য দেশে প্রবেশ করল।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone