বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » প্রেসক্লাবে বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ

প্রেসক্লাবে বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ 

club

এই দেশ এই সময়, ঢাকা : প্রেসক্লাবে অবস্থানরত বিএনপি-জামায়াত সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের ঢিল ছুড়াছুড়ি হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানান, বিএনপি ও জামায়াতে ইসলামীর কয়েকটি পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাবের ভিতরে সমাবেশ করছিলেন।

এ সময় পাশ দিয়ে আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠনের মিছিল যাওয়ার সময় সমাবেশের মাইক থেকে ‘শেখ হাসিনার গদিতে, আগুন জ্বালো একসাথে’সহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেয়া হয়।

এই স্লোগানে আওয়ামী লীগ কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে বিএনপি সমর্থকরাও উত্তেজনা দেখান। এক পর্যায়ে ওই এলাকায় রাস্তা সংস্কারের কাজের জন্য পড়ে থাকা ইটের টুকরো প্রেসক্লাবের ভিতরে ছুড়ে মারে আওয়ামী লীগের কর্মীরা। তখন ভিতর থেকেও পাল্টা ঢিল ছোড়া হয়।

পরে আওয়ামী লীগ কর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি-জামায়াত সমর্থক সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর নেতৃত্বে একযোগে বেশ কয়েকজন প্রেসক্লাব থেকে বেরোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রেসক্লাবের ভিতরে অবস্থান নেন সাংবাদিকরা।

আগামী ৫ জানুয়ারির ভোট রুখতে আহ্বান জানিয়ে রোববার ‘ঢাকামুখী যাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এই কর্মসূচির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িত জামায়াত-শিবির কর্মীরা ঢাকায় এসে নাশকতা চালাতে পারে-আশঙ্কা প্রকাশ করে রাজধানীতে বিরোধী দলকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। দুইদিন আগে থেকেই সারা দেশের সঙ্গে রাজধানীর যান চলাচল অনেকাংশে বন্ধ করা হয়েছে।

রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ও প্রবেশ পথগুলোতে চেক পোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone