বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিএসএমএমইউতে ‘স্পোর্টস মেডিসিন ক্লিনিক’র উদ্বোধন

বিএসএমএমইউতে ‘স্পোর্টস মেডিসিন ক্লিনিক’র উদ্বোধন 

sports-mediceine-samakal-6528d8ecdbcc3

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন-এর যৌথ আয়োজনে একটি বিশেষায়িত স্পোর্টস মেডিসিন ক্লিনিকের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার বিএসএমএমইউ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন যৌথভাবে পরিচালিত এই ক্লিনিকের উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্পোর্টস মেডিসিন ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য মাইলফলক। এর মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের সকল ফেডারেশনকে একই ছাতার নিচে নিয়ে এসে ক্রীড়াবিদদের চিকিৎসা সহায়তার জন্য বিএসএমএমইউ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই ক্লিনিক এর কার্যক্রম ব্যাপ্তি বৃদ্ধি করতে বরাবরের মতো মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব প্রকার সহযোগিতা করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ খুব শিগগিরই ডোপ টেস্টের ব্যবস্থা করবে। এছাড়া বর্তমান সরকারের এ (২০১৯-২০২৩) মেয়াদে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে প্রধানমন্ত্রী ৫০ কোটি টাকার সীডমানি প্রদান করেন। আমরা এ ফাউন্ডেশন থেকে প্রথমবার ক্রীড়া সম্মানী ভাতা চালু করেছি। এবছর থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করেছি। অসচ্ছল ও দুস্থ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত আছে।

বাংলাদেশে প্রথমবারের মতো শুধুমাত্র ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত বিশেষায়িত এই স্পোর্টস মেডিসিন ক্লিনিক প্রতি শনিবার বিএসএমএমইউ-এর কাছে বি-ব্লকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হবে। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত সকল স্পোর্টস ফেডারেশন এবং ক্রীড়া সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের কাছে ইতোমধ্যে রোগী রেফারাল কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। ফেডারেশনগুলো তার অধীনস্থ খেলোয়াড়দের সেই কার্ড দিয়ে উক্ত ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠাতে পারবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালেক এবং মহাসচিব ডা. আলী ইমরান জানান, বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা ভালো চিকিৎসার সুযোগ পেলেও তৃণমূল থেকে শুরু করে অন্যান্য পর্যায়ের ক্রীড়াবিদরা প্রায়ই সঠিক চিকিৎসার দিক নির্দেশনা পায় না। আবার অনেক খেলোয়াড় দেশের বাইরে চিকিৎসার জন্য চলে যায়। এসব সংকট দূর করা এবং সঠিক চিকিৎসা পরামর্শ প্রদানের মাধ্যমে সকল পর্যায়ের খেলোয়াড় এবং খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সুচিকিৎসা প্রদান করা এই ক্লিনিকের উদ্দেশ্য।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone