বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বাংলাদেশ » মালিবাগ-কাকরাইল সড়কে তীব্র যানজট অগ্নিকাণ্ডের পর

মালিবাগ-কাকরাইল সড়কে তীব্র যানজট অগ্নিকাণ্ডের পর 

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার সকালে। 

ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টার চেষ্টায় সোমবার (৯ অক্টোবর) সকা‌লে  আগুন নিয়ন্ত্রণে আনে।
মালিবাগ-কাকরাইল ও মৌচাক সড়কে যান চলাচল বন্ধ ক‌রে দেয়া হয় আগুনের ঘটনায়। এরফলে আশপাশের সড়কে তীব্র যানজটের দেখা দিয়েছে। যানজট পৌঁছে গে‌ছে মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের উপরেও।
সোমবার (৯ অক্টোবর)  এদিন দুপু‌রে কাকরাইলসহ এর আশপাশের এলাকায় যানজ‌টের এমন দৃশ্য দেখা গে‌ছে। যে কারণে সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষণে ক্ষণে বিস্ফোরণ ঘটছে, হঠাৎ হঠাৎ আগুনও জ্বলে উঠছে।
তীব্র যানজট দেখা দেয় বেইলি রোড, রাজারবাগ, মালিবাগ মোড়, মালিবাগ-কাকরাইল ও মগবাজা‌রের ওয়ার‌লেস সড়কে। পরে শান্তিনগর মোড় ও কাকরাইলের মাঝামাঝি ইনকামিং সড়কে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
 সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণের খবর দেয়া হলেও। দুপুর একটা পর্যন্ত মালিবাগ শান্তিনগর থেকে কাকরাইল অভিমুখে যাওয়ার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
 আগুনের কারণে নিরাপত্তার স্বার্থে আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে, এ বিষয়ে রমনা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দিপু জানান। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হলে রাস্তার ব্যারিকেড আবার খুলে দেয়া হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone