বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, December 11, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বাংলাদেশের খেলা থমকে আছে বৃষ্টিতে

বাংলাদেশের খেলা থমকে আছে বৃষ্টিতে 

বৃষ্টির হানা গোয়াহাটিতে। থমকে গেছে খেলা। ভারি বর্ষণের কারণে ইংল্যান্ডের ও  বাংলাদেশ  মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আপাতত বন্ধ রয়েছে। মাঠ ছেড়েছেন ক্রিকেটাররা, কভারে ঢাকা হয়েছে পিচ।

৩০ ওভার খেলতে পারে বাংলাদেশ, বৃষ্টি আসার আগ পর্যন্ত টসে জিতে আগে ব্যাট করতে নেমে। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও মেহেদী মিরাজের দারুণ ব্যাটিংয়ে দেড় শ’ পেরিয়েছে সংগ্রহ; ১৫৩/৫।

মেহেদী মিরাজ প্রথমবারের মতো চার নম্বরে ব্যাট করতে নেমেও হতাশ করেননি। প্রথম প্রস্তুতি ম্যাচে যেখানে শেষ করেছিলেন, আজ যেন সেখান থেকেই শুরু করলেন। লঙ্কানদের বিপক্ষে ৬৭ রানের ইনিংসের পর আজও অপরাজিত আছেন ৭৩ বলে ৬০ রানে৷

লিটন দাস এর আগে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দারুণ কিছুর আভাস দিয়েছিলেন। তবে তা আর হয়নি, শুরু হয়েছে বিপর্যয়  লিটনকে দিয়েই । পরে দলের সংগ্রহ তিন অংকের ঘরে পৌঁছাতেই ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

আগের ম্যাচে দ্যুতি ছড়ালেও আজ সুবিধা করতে পারেনি উদ্বোধনী জুটি। উদ্বোধনী জুটি ২.১ ওভারে মাত্র ১৮ রানে ভাঙে। ৬ বলে ৫ করে রিস টপলির প্রথম শিকার হয়ে ফেরেন লিটন দাস।

দ্রুত ফেরেন নাজমুল হোসেন শান্তও। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া এই ব্যাটার ফেরেন ১১ বলে মাত্র ২ রানে৷ তবে একপ্রান্ত আগলে নিজের মতোই খেলছিলেন তানজিদ তামিম। প্রথম প্রস্তুতি ম্যাচের পর, আজও জ্বলে উঠেন।

মেহেদী মিরাজকে নিয়ে তানজিদ তামিম যোগ করেন পঞ্চাশোর্ধ রান। ১৫.২ ওভারে দলী ৭৮ রানে তামিম ফিরলে ভাঙে এই জুটি৷ মার্ক উডের শিকার হন ৪৪ বলে ৪৫ রান করে। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি মুশফিকও, ফেরেন ১৫ বলে ৮ রান করে।

তবে মেহেদি মিরাজের দৃঢ়তায় ততক্ষণে তিন অংকের ঘরে পৌঁছে যায় বাংলাদেশের ইনিংস। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে লড়াই করেন তিনি। মাহমুদউল্লাহ ২১ বলে ১৮ করে আউট হলেও মিরাজ তুলে নেন ফিফটি। ৬ রান নিয়ে তার সাথে আছেন তাওহীদ হৃদয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone