বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, মে ৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয় 

Real+Madrid+reuters+03

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রাতে ঘরের মাঠে শালকের বিরুদ্ধে দ্বিতীয় লেগে নামার আগেই কার্যত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে শালকেকে ৬-১ ব্যবধানে হারানোর পর এদিন ৩-১ গোলে জয় পেল রিয়াল। ম্যাচের নায়ক অবশ্য ক্রিশ্চিয়ানোরোনালদো। সিআর সেভেনের জোড়া গোলে হাসতে হাসতে শেষ আটে কার্লো অ্যান্সেলোত্তির দল ৷

এদিনের জোড়া গোলের ফলে মরশুমে ৪১টি গোলের মালিক বনে গেলেন পতুর্গিজ স্ট্রাইকার। ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে ১৩টি গোল করে ফেললেন রোনালদো ৷ একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে টানা সাতটি ম্যাচে গোল করার নজির গড়লেন সিআর সেভেন ৷

ম্যাচের ২১ মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে শালকের জালে বল জড়ান রোনালদো ৷ যদিও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৩১ মিনিটে হগল্যান্ডের জোরালো শট ক্রস বারে লেগে বল জড়িয়ে যায় রিয়ালের জালে। শালকে সমতা ফেরালেও বেল ও রোনালদোর যুগলবন্দিতে রিয়ালের আক্রমণের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা ৷ এই দু’জনের সুন্দর বোঝাপোড়া প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে চুরমার করে দেয়। ৭৪ মিনিটে মাঝ মাঠ থেকে বেলের গড়িয়ে দেওয়া বল নিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো ৷ সেই সঙ্গে চলিত চ্যাম্পিয়ন্স লিগে ১৩ গোল করে সবার উপরে উঠে যায় রিয়াল তারকা ৷ ১০ গোল করে রোনালদোর পিছনে রয়েছেন জালাটন ইব্রামোভিচ ৷ বার্সিলোনার জার্সিতে চলতি চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত ৮টি গোল করেছেন লিওনেল মেসি ৷রোনালদোর দ্বিতীয় গোলের পরপরই ৭৫ মিনিটের মাথায় শালকের জাল বল জড়িয়ে ব্যবধান বাড়ান আলভারো মোরাতা ৷ এরপর প্রতিপক্ষ আর মাজা সোজা করে উঠে দাড়াতে পারেনি।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone