বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিমানবন্দরে স্বর্ণ চুরি : রিমান্ডে ৮ রাজস্ব কর্মকর্তাসহ

বিমানবন্দরে স্বর্ণ চুরি : রিমান্ডে ৮ রাজস্ব কর্মকর্তাসহ 

"ফাইল ছবি"

 পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর গ্রেফতার ৮ 

কাস্টম হাউজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার ৮ জনের,  আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা  সাইদুল ইসলাম সাহেদ, মো. শহিদুল ইসলাম,  মো. মাসুম রানা, আকরাম শেখ ও সিপাহী মো. মোজাম্মেল হক,  মো. রেজাউল করিম, মো. নিয়ামত হাওলাদার ও মো. আফজাল হোসেন।

এর আগে  ১০ দিনের রিমান্ড আবেদন করে,  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করে। পরেপাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানি শেষে আদালত।

এদিকে, গতকাল মঙ্গলবার ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ, বিমানবন্দরের কাস্টম হাউজের ভল্ট থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায়। বরখাস্ত হওয়া ৪ জন সহকারী রাজস্ব কর্মকর্তা হলেন মো. শহীদুল ইসলাম, মো. সাইদুল ইসলাম সাহেদ,  মাসুম রানা ও আকরাম শেখ।

প্রসঙ্গত, মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  গত ২ সেপ্টেম্বর কাস্টম হাউজের নিজস্ব গুদামের ভল্ট থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone