বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » পাকিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

পাকিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার 

54785
শোচনীয় হার দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করল বাংলাদেশ দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৬৩ বল হাতে রেখে। লজ্জাজনক এই হারের পর ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।সাকিব বলেন, ‘শুরুতেই আমরা কিছু বাজে শট খেলি এবং বেশ কটি উইকেট হারিয়ে বসি। এই ধরনের উইকেটে প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারানো উচিৎ হয়নি আমাদের।’ মুশফিকুর রহিমের সঙ্গে শতরানের জুটি প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমাদের জুটিটা দারুণ ছিল, তবে আমাদের আরো ৭-৮ ওভার থাকা দরকার ছিল। এমন উইকেটে এই ধরনের ব্যাটিং করাটা খুবই বাজে।বোলাদের প্রশংসা করে সাকিব বলেন, ‘তারা (পাকিস্তান) বিশ্বের এক নম্বর দল। তাদের বিশ্বমানের তিনজন বোলার আছে যারা তাদের কাজটা সহজ করে দিচ্ছে। আমরাও বোলিং বিভাগে ভালো করছি কিন্তু ব্যাটিংটা কখনো ভালো হচ্ছে আর কখনো মন্দ।’

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানও খুব একটা স্বস্তিতে এগুতে পারছিল না। ৩৫ রানের মাথায় ২০ রান করা ফখর জামানকে ফেরান শরীফুল। এরপর বাংলাদেশের সঙ্গী হয় দুর্ভাগ্য। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের বলে অল্পের জন্য আউটসাইড লেগ হওয়ায় দুটি এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়, শেষ হয়ে যায় রিভিউও। দুবারই বাঁচেন ইমাম উল হক। এরপর মেহেদী হাসান মিরাজের বলে তাকে আউট দেন আম্পায়ার। কিন্তু এবার রিভিউ নিয়ে বেঁচে যান ইমাম। ইমাম উল হকের সাথে অধিনায়ক বাবর আজম পারেননি বেশিদূর এগুতে। ৩৯ রান যোগ করেন দুজন। ২২ বলে ১৭ রান করা বাবরকে বোল্ড করেন তাসকিন।কিন্তু ইমাম–উল–হকের উইকেট যতক্ষণে যায়, ততক্ষণে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে বাংলাদেশের। ৩৩তম ওভারের পঞ্চম বলে গিয়ে আউট হন ইমাম। তখন পাকিস্তানের রান ১৫৯। ৮৪ বলে ৭৮ রান করা ইমামকে বোল্ড করেন মিরাজ। দলকে বাকি পথ টেনে নেন মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। ৭৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানের হারিস রউফ। বাংলাদেশের পরের খেলা শ্রীলংকার সাথে আগামী ৯ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone