বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন নিহত

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন নিহত 

4521445

গত সপ্তাহে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন নিহত হন বলে দাবি রাশিয়ার।ডিএনএ পরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।উড়োজাহাজটিতে থাকা ১০ আরোহীর মধ্যে ইয়েভগেনি প্রিগোজিন নামের একজন ছিলেন বলে জানান রুশ কর্মকর্তারা।মরদেহের ডিএনএ পরীক্ষায় প্রিগোশিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে এবং ফ্লাইটের যাত্রীদের তালিকায় থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হয়েছে।আজ রোববার এক বিবৃতিতে তদন্তকারী কমিটি এসকে এ তথ্য জানিয়েছে। গত ২৫ আগস্ট প্রিগোজিনের ব্যক্তিগত উড়োজাহাজটি মস্কোর উত্তর-পশ্চিমে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনার জন্য অনেকে ক্রেমলিনকে দায়ী করলেও, তারা এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।এক বিবৃতিতে বলেছে এসকে বলেছে, এ ঘটনায় তারা ফৌজদারি তদন্ত অব্যাহত রেখেছে। আণবিক-জেনেটিক পরীক্ষার ফলাফল অনুসারে, ১০ জন মৃতের পরিচয় নিশ্চিত হয়েছে এবং তাদের নাম ফ্লাইট ম্যানিফেস্টে প্রকাশিত তালিকার সাথে মিলে যায়।নিহতদের মধ্যে ওয়াগনারের বেশ কয়েকজন সিনিয়র ব্যক্তিত্ব রয়েছেন যারা ইউক্রেন, সিরিয়া এবং আফ্রিকার কিছু অংশে সামরিক অভিযানে জড়িত। তাদের মধ্যে দিমিত্রি উটকিনও ছিলেন, যিনি ওয়াগনারের সামরিক অভিযান পরিচালনা করতেন। ঘটনার দুইদিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ভাড়াটে গোষ্ঠীর প্রধান একজন ‘প্রতিভাবান ব্যক্তি’ যিনি ‘জীবনে গুরুতর ভুল করেছিলেন’।খবর : বিবিসি নিউজ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone