বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » পেনশন ফিরে পেলেন রিভার্স সুইংয়ের জনক

পেনশন ফিরে পেলেন রিভার্স সুইংয়ের জনক 

nawaz-100823-20230810130338

আচরণবিধি ভাঙ্গার অভিযোগ এনে পেনশন বন্ধ করে দিয়েছিল আগের ম্যানেজম্যান্ট কমিটি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা কমিটি তা ফিরিয়ে দিলেন বিশ্ব ক্রিকেটে ইতিহাসের রিভার্স সুইংয়ের জনক সরফরাজ নেওয়াজকে।

২০১৭ সাল থেকে সরফরাজের পেনশন বন্ধ ছিল। সম্প্রতি তার সঙ্গে দেখা করেন পিসিবি সভাপতি জাকা আশরফ। তিনিই নওয়াজের হাতে পেনশনের অর্থ তুলে দেন। এসময় আশরাফের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান কমিটির সদস্য মিসবাহ-উল হক ও মোহাম্মদ হাফিজ। আগামী দিনেও নওয়াজকে পেনশন দেওয়ার আশ্বাস দেন আশরাফ।

“নওয়াজের অবস্থা দেখে আমার খারাপ লাগছিল। একজন প্রাক্তন টেস্ট ক্রিকেটারের এমন অবস্থা দেখা যায় না। নওয়াজের পেনশন প্রাপ্য। আগের বোর্ড কর্তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা ভুল ছিল। কোনও ক্রিকেটারের এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া উচিত নয়। বোর্ডের তরফ থেকে তাদের ভালবাসা প্রাপ্য।” নওয়াজ বলেন, “প্রায় ছয় বছর পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এলাম। বোর্ডের কর্তারা আমাকে যেভাবে বরণ করে নিয়েছে, সেটা আমার মন ছুঁয়ে গেছে। পেনশন ফিরে পেয়ে আমি আশরফের কাছে ঋণী হয়ে রইলাম।”

১৯৬৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট ও ৪৫টি এক দিনের ম্যাচ খেলেছেন নওয়াজ। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৩৩ বলের স্পেল এখনও ক্রিকেটপ্রেমীদের মনে থেকে আছে। ওই স্পেলে মাত্র একরান দিয়ে নিয়েছিলেন সাত উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০৫টি উইকেট আছে তার।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone