বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বায়ার্নে যোগ দিচ্ছেন হ্যারি কেন

বায়ার্নে যোগ দিচ্ছেন হ্যারি কেন 

5478241

১১০ মিলিয়ন ডলারে টটেনহ্যাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাচ্ছেন হ্যারি কেন। এবারের দল-বদলে বাভারিয়ানদের প্রধান টার্গেট ছিলেন কেন। শেষ পর্যন্ত ৩০ বছর বয়সী এই তারকাকে দলে নিয়ে ছাড়লো তারা।টটেনহ্যামের ভক্ত-সমর্থকদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন কেন। অবশ্য সেটার কারণও রয়েছে। তিনি ছিলেন ক্লাবটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০১১ সালে যোগ দিয়ে স্পার্সদের হয়ে ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করেন তিনি। তার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২০ ম্যাচ খেলে করেন ২১৩ গোল।টটেনহ্যামের সঙ্গে কেনের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৪ সাল পর্যন্ত। গেল মৌসুমেও তিনি টটেনহ্যামের হয়ে ৩০ গোল করেছিলেন প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগ শেষ করে অষ্টম হয়ে। আর ক্লাবটি ২০০৮ সালের পর আর কোনো শিরোপা জিততে পারেনি।দ্রুতই হ্যারি কেনের সঙ্গে চুক্তির ঘোষণা দেবে বায়ার্ন মিউনিখ। কয় বছরের চুক্তি হয়েছে, বেতন কত ইত্যাদি চুক্তির ঘোষণার পর জানা যাবে। আসন্ন মৌসুম সামনে রেখে বায়ার্নের এটি চতুর্থ সাইনিং। এর আগে ৫০ মিলিয়ন দিয়ে ইন্টার মিলান থেকে কিম মিন জে এবং ফ্রি এজেন্টে রাফায়েল গুরুইরো ও কোনরাড লেমারকে কিনেছে বাভারিয়ানরা।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone