বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আরব ক্লাব কাপের ফাইনালে আল-নাসর

আরব ক্লাব কাপের ফাইনালে আল-নাসর 

5478

৪২ বছরের মধ্যে প্রথমবার আরব ক্লাব কাপ কাপের ফাইনালে উঠেছে আল-নাসর।সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ইরাকের ক্লাব আল-শোর্তাকে ১-০ গোলে হারিয়েছে তারা। অবশ্য পুরো ম্যাচে ইরাকের চ্যাম্পিয়ন ক্লাব শোর্তার বিপক্ষে দারুণ প্রভাব বিস্তার করে খেলেছে নাসর। ৬৪ শতাংশ বলের দখল ছিল আল-নাসরের কাছে। অন টার্গেটে তারা ১৫টি শট নেয়, শোর্তা নেয় ৬টি। প্রথমার্ধে রোনালদো অবশ্য বল জালেও জড়িয়েছিলেন। কিন্তু সেটি  অফসাইডের কারণে বাতিল হয়।বিরতির পর ৭৫ মিনিটে সাদিও মানেকে বক্সের মধ্যে ফাউল করেন শোর্তার ফয়সাল জসিম নাফিল আল মানা।পেনাল্টি পায় আল-নাসর। পেনাল্টি থেকে গোল করে আল-নাসরকে এগিয়ে নেন রোনালদো। এটা ছিল এই আসরে তার চতুর্থ গোল। এর মধ্য দিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন তিনি। পাশাপাশি এর মধ্য দিয়ে আল-নাসরের সবশেষ চার ম্যাচের চারটি ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখালেন ৩৮ বছর বয়সী এই পর্তুগীজ তারকা।শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে প্রথমবার ফাইনালে নাম লেখায় আল-নাসর।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone