বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, মে ৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » গ্রুপ পর্ব থেকেই আর্জেন্টিনা-ব্রাজিলের বিদায়!

গ্রুপ পর্ব থেকেই আর্জেন্টিনা-ব্রাজিলের বিদায়! 

19-20230802220926

সমীকরণ দুই দলের ছিল প্রায় এক। নকআউট পর্বে উঠতে হলে জিততেই হতো তাদের। সেখানে জ্যামাইকার বিপক্ষে ড্র করেছে ব্রাজিল। আর সুইডেনের বিপক্ষে তো হেরেই গেছে আর্জেন্টিনা। তাতে একই দিনে ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে লাতিন আমেরিকার দুই জনপ্রিয় দেশ। বাংলাদেশ সময় গতকাল দুপুরে সুইডেনের বিপক্ষে ‘জি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনার সমীকরণ ছিল কিছুটা কঠিন। প্রথম ম্যাচে ইতালির কাছে ০-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করে টিকে ছিল তারা। শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্পই ছিল না তাদের। ৬৬ মিনিটে রেবেকা ব্লুমভিস্টের গোলের পর নির্ধারিত সময়ের শেষ মিনিটে এলিন রুবেনসনের পেনাল্টি গোলে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।
তাতে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের অপেক্ষাটা আরও বাড়ল আর্জেন্টিনার। এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে এসে এবারও খালি হাতে ফিরতে হলো আর্জেন্টিনাকে। সব মিলিয়ে ৪ বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে আর্জেন্টিনা হেরেছে ৮টিতেই, ড্র করেছেন ৩ ম্যাচে। এবারের আসরে খেলা ৩ ম্যাচের দুটিতেই হেরেছে তারা। অবশ্য হারতে পারত তিন ম্যাচেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে ২-২ গোলে। তিন ম্যাচের তিনটিতেই জিতে দাপটের শেষ ষোলোয় গেল সুইডেন। এই গ্রুপ থেকে তাঁদের সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকা। যারা দিনের অন্য ম্যাচে রুদ্বশ্বাস লড়াইয়ের পর ইতালিকে হারিয়েছে ৩-২ গোলে।
আর অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। আর নিউজিল্যান্ডের হ্যামিল্টনে ‘জি’ গ্রুপের ম্যাচে সুইডেনের কাছে ০-২ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ৪-০ গোলের জয় তুলে আশা জাগিয়েছিল ২০০৭ বিশ্বকাপের ফাইনালিস্ট ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ১-২ ব্যবধানে হেরে যায় তারা। আর শেষ ম্যাচে জ্যামাইকার সঙ্গে ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায়ই নিল দলটি।
বিশ্বকাপে আর্জেন্টিনা এখনো জয়হীন থাকলেও ব্রাজিল একবার ফাইনালে খেলেছে। সবক’টি বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিলকে এবারের আসরের শেষ ষোলোতে খেলতে হলে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে জ্যামাইকাকে হারাতে হতো। কিন্তু তা পারেনি মার্তাদের দল। কাল অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচে গোলশূন্য ড্র করে জ্যামাইকাকে শেষ ষোলোর জায়গা ছেড়ে দিয়ে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ব্রাজিলিয়ানরা। ব্রাজিল ছিটকে পড়লেও শেষ ম্যাচে প্রয়োজনীয় ড্র করে বিশ্বকাপে দ্বিতীয়বার অংশ নিয়েই নক আউট পর্বে নাম লেখালো ক্যারিবিয়ান দেশ জ্যামাইকা। গত আসরে বিশ্বকাপে অভিষেক হয়েছিল তাদের। সেই জ্যামাইকাই বিদায় করে দিলো নবমবারের মতো বিশ্বকাপে খেলা সাবেক রানার্সআপ ব্রাজিলকে।
একই সময়ে আরেক ম্যাচে ফ্রান্সকে শুরুতেই চমকে দেয় পানামা। মার্তা কক্সের গোলের ২ মিনিটের মাথায় এগিয়ে যায় পানামা। তবে আগে গোল করে পানামা যেন নিজেদের বিপদই ডেকে আনে। ফ্রান্সের আক্রমণের তোপে ৩৭ মিনিটের মধ্যে তিন গোল এবং বিরতির আগে হজম করে চার গোল। ২১ মিনিটে মায়েলে লাকারের গোলের পর ২৮ ও ৩৭ মিনিটে জোড়া গোল করেন কাদিদিয়াতু দিয়ানি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ৪-১ করেন লা গারেস। বিরতির পর ৫২ মিনিটে দ্বিতীয় পেনাল্টি গোলে নিজের হ্যাটট্রিকও পূরণ করে নেন দিয়ানি। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে এক শোধ করে পানামা। শেষ পর্যন্ত ৬-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
আজ ভাগ্য নির্ধারিত হবে গ্রুপ ‘এইচ’-এর। এই গ্রুপে দুই ম্যাচের দুটিতে জিতেই ভালো অবস্থানে আছে কলম্বিয়া। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। সমান পয়েন্ট নিয়ে তিনে আছে মরক্কো। এদিন মরক্কো খেলবে কলম্বিয়ার বিপক্ষে এবং জার্মানির প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। মরক্কো যদি জিতে যায় এবং জার্মানি যদি হার কিংবা ড্র দেখে, তাহলে বিদায় নিতে হবে তাদের। তবে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে জার্মানির পরের পর্বে যাওয়া অনেকটাই নিশ্চিত। গোল ব্যবধানে মরক্কোর চেয়ে বেশ এগিয়ে আছে তারা।
৫ আগস্ট শুরু হবে নকআউট পর্বের লড়াই। দিনের প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড খেলবে গ্রুপ ‘সি’ এর রানার্সআপ স্পেনের সঙ্গে। আর অন্য ম্যাচে জাপানের প্রতিপক্ষ নরওয়ে। পরদিন ৬ আগস্ট নেদারল্যান্ডসের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আরেক ম্যাচে সুইডেন খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ৭ আগস্ট প্রথম ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ নাইজেরিয়া এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone