বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বুধবার, মে ৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » তাসকিনকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না বিসিবি

তাসকিনকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না বিসিবি 

25-20230727223634

প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার দুয়ার খুলল তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলামের সামনে। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার ছাড়পত্র পেলেন এই দুই তরুণ ক্রিকেটার। তবে জিম আফ্রো টি-টেন লিগে ব্যস্ত তাসকিন আহমেদকে নিয়ে বিসিবির ভাবনা ভিন্ন। ‘ওয়ার্কলোড’ বিবেচনায় নিয়ে চোটপ্রবণ এই পেসারকে অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে না।

আগামী রোববার শুরু হতে যাওয়া এবারের এলপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে গল টাইটান্সে নাম লেখান সাকিব আল হাসান। একই দলে পরে ড্রাফট থেকে নেওয়া হয় মোহাম্মদ মিঠুনকে। দুজনই অনাপত্তিপত্র পেয়ে যান বেশ আগেই। এর মধ্যেই শ্রীলঙ্কায় চলে গেছেন মিঠুন। সাকিব এখন ব্যস্ত কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। ওই টুর্নামেন্টের খেলা শেষ করে তিনি যোগ দেবেন গল টাইটান্সে। শ্রীলঙ্কায় পুরো টুর্নামেন্ট খেলেই দেশে ফিরবেন সাকিব ও মিঠুন। ড্রাফটের পর ডাম্বুলা অরা থেকে ডাক আসে তাসকিন আহমেদের। শোয়েব মালিকের বদলি হিসেবে জাফনা কিংস বেছে নেয় তাওহিদ হৃদয়কে, ওয়াহাব রিয়াজের জায়গায় কলম্বো স্ট্রাইকার্সে সুযোগ পান শরিফুল ইসলাম

গতকাল মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার লিগে ক্রিকেটারদের ছাড়ার ব্যাপারে বিসিবির অবস্থান জানান নিজাম উদ্দিন, ‘অনাপত্তিপত্রের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিটি ক্রিকেটারের ওয়ার্কলোড এবং তাদের সাম্প্রতিক সময়ের খেলা ও ভবিষ্যতের খেলা- সব কিছু বিবেচনায় নিয়ে আমরা পরিকল্পনা করেছি। সেভাবেই ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে। লঙ্কা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনায় আছে। তার যে সাম্প্রতিক খেলা ছিল, ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে আমরা তার বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্যান্য ক্রিকেটারদের সবাইকে আমরা অনাপত্তিপত্র দিচ্ছি।’

প্রধান নির্বাহীর কথায় যে ইঙ্গিত, সেটি নিশ্চিত করে দিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস, ‘এলপিএল চলবে ২১ অগাস্ট পর্যন্ত। ফাইনাল ২০ তারিখ, পর দিন রিজার্ভ ডে। এই টুর্নামেন্টে পুরো সময়ের জন্যই ওদের (হৃদয়-শরিফুল) অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। ওয়ার্কলোড বিবেচনায় তাসকিনকে ছাড়া হচ্ছে না।’

তিন সংস্করণেই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অংশ তাসকিন। ক্যারিয়ারজুড়ে অনেক চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। তার ক্ষেত্রে বিসিবির সাবধানী হওয়াটা তাই অস্বাভাবিক নয়। বিশেষ করে, সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের বোলিং আক্রমণের বড় অস্ত্র হওয়ার কথা তার। অনাপত্তিপত্র না পাওয়ায় যে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তাসকিন, সেটি নিয়ে বোর্ডে আলোচনা হবে জানালেন প্রধান নির্বাহী, ‘আগে আমরা অনাপত্তিপত্রের বিষয়টি ঠিক করি। এই ধরনের (অনাপত্তিপত্র না দেওয়ার) ক্ষতিপূরণ যেহেতু অতীতে দেওয়া হয়েছে, এটি আলোচনার বিষয় হতে পারে। এই মুহূর্তে এটার ব্যাপারে বলতে পারব না। এটা অবশ্যই বোর্ডের পলিসির ব্যাপার। বোর্ড এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

তাসকিনের মতো শরিফুলও পেসার। চোটের সঙ্গে তারও সখ্য আছে বেশ। তার পরও বাঁহাতি এই পেসারকে পুরো এলপিএল খেলার অনুমতি দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন শাহরিয়ার নাফীস, ‘আমাদের জাতীয় দলের প্রতিটি ফাস্ট বোলারের একটা ওয়ার্কলোড ক্যালকুলেশন আছে। এই বছর তাসকিন জাতীয় দলের হয়ে প্রায় সবগুলো ম্যাচই খেলেছে, তিন সংস্করণেই। এখন জিম্বাবুয়েতেও খেলছে। হিসেব করে দেখা গেছে যে, ও যদি শ্রীলঙ্কায়ও খেলে, তাহলে ওয়ার্কলোডটা বেশি হয়ে যাবে। তাই এশিয়া কাপ ও বিশ্বকাপে ওকে পুরো সতেজ হিসেবে পাওয়ার জন্য বোর্ড ও টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে, শ্রীলঙ্কায় না খেলাই ভালো হবে। শরিফুলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। ও এই বছর তুলনামূলক কম ম্যাচ খেলেছে। আমরা দেখেছি যে, শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি খেললেও ওর ওয়ার্কলোডে একটা ভারসাম্য থাকবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক থাকবে। এজন্যই বোর্ড ও টিম ম্যানেজমেন্ট শরিফুলকে খেলার অনুমতি দিয়েছে।’

আগামী রোববার শুরু হবে এলপিএলের চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচে হৃদয়ের জাফনা কিংসের মুখোমুখি হবে শরিফুলের কলম্বো স্ট্রাইকার্স।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone