বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, মে ৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » করোনা টিকা নির্মাতা মডার্নার সিইওর উপার্জন শ্রমিকের ১২ হাজার গুণ!

করোনা টিকা নির্মাতা মডার্নার সিইওর উপার্জন শ্রমিকের ১২ হাজার গুণ! 

untitled-1-copy-20230506151410

মন্দার কালো মেঘ বিশ্ব অর্থনীতির আকাশে। এ অবস্থায় সামনে এল মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্নার সিইও স্টিফেন বান্সেলের বেতনের কথা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ২০২১ সাল থেকে তার রোজগার একলাফে বেড়েছে ৫০ শতাংশ।

দেড় লাখ মিলিয়ন মার্কিন ডলার মাসিক বেতন তো আছেই। এর সঙ্গে গত বছর ৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত আয় তিনি করেছেন শেয়ার বাজার থেকে। অর্থাৎ একজন সাধারণ শ্রমিকের ন্যূনতম আয়ের ১২ হাজার গুণ উপার্জন করেছেন তিনি। করোনার টিকা-প্রস্তুতকারী সংস্থার সিইওর এ বিপুল উপার্জন ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

বলা হচ্ছে, কোভিড-১৯ মহামারী থেকে ১০ বিলিয়ন ডলারেরও বেশি নাকি রোজগার করেছে এ মার্কিন সংস্থা! এর মধ্যে সংস্থার সিইও পকেটস্থ করেছেন প্রায় ৪০০ মিলিয়ন ডলার। অর্থাৎ ঘণ্টায় ১ লাখ ৮৯ হাজার ডলার উপার্জন করেছেন তিনি। মডার্না নাকি তাদের কোভিড টিকার দাম বারবার বাড়িয়েছে। প্রথমবার যা দাম ছিল পরে ধাপে ধাপে তা বেড়েছে পাঁচগুণ।

যদিও বান্সেলের সাফাই, ‘মানুষকে বাঁচাতে যা প্রয়োজন তার চেয়ে বেশি আমাদের নির্মাণ করতে হয়েছে। এর মূল্য চোকাতে হয়েছে আমাদের।’ সবমিলিয়ে তার এই আকাশছোঁয়া রোজগার ঘিরে তুঙ্গে বিতর্ক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone