বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে 

500-321-inqilab-white-20230405142136

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হুশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘এআই সমাজের জন্য বিপজ্জনক হতে পারে। তবে প্রযুক্তিটি কীভাবে সমাজে প্রভাবিত করতে পারে এখনও দেখার বাকি আছে।’

মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বাজারে ছাড়ার আগে তাদের পণ্যগুলো যাচাই করে দেখা, পণ্যগুলো নিরাপদ কি না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপজ্জনক কি না? এই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘এটা দেখা এখনো বাকি, তবে এটি হতে পারে।’

বাইডেন বলেন, রোগ এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে পারে এআই। তবে প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে ‘আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের জাতীয় সুরক্ষার জন্য সম্ভাব্য ঝুঁকি’ মোকাবেলা করতে হবে। তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যম যে প্রভাব ফেলেছে, তা থেকেই আমরা ধারণা নিতে পারি যে সুরক্ষা ব্যবস্থা না থাকলে নতুন প্রযুক্তি কী ক্ষতি করতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) নিয়ে আলোচনায় পুরো বিশ্ব। এ প্রযুক্তি মানুষের জন্য কতটা মঙ্গল হবে এ নিয়ে রয়েছে তর্ক-বিতর্ক। গত মাসে প্রকাশিত একটি খোলা চিঠিতে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান ‘সমাজ এবং মানবতার জন্য গভীর ঝুঁকির’ কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বের না করার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় চ্যাটজিপিটির পর জিপিটি-৪ বের হলে তারা এ মন্তব্য করেন। বলা হয় এআই এর এ নতুন প্ল্যাটফর্মটি কিছু ক্ষেত্রে ‘মানুষের মতো পারফরম্যান্স’ দেখাতে সক্ষম।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone