বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » টেস্ট র‌্যাংকিং: ভারতকে শীর্ষে তুলে নামিয়ে দিল আইসিসি, কিন্তু কেন?

টেস্ট র‌্যাংকিং: ভারতকে শীর্ষে তুলে নামিয়ে দিল আইসিসি, কিন্তু কেন? 

1676525088_500-321-Inqilab-white

পাঁচ ঘণ্টা আগে আইসিসির টেস্ট ক্রমতালিকায় ১ নম্বরে উঠে এসেছিল ভারত। অস্ট্রেলিয়ার থেকে পয়েন্ট বেশি হওয়ায় ক্রমতালিকায় উন্নতি হয়েছিল তাদের। কিন্তু ৫ ঘণ্টা পরই আইসিসি জানিয়ে দিল, ভারত নয়, অস্ট্রেলিয়াই টেস্ট ক্রমতালিকায় শীর্ষে রয়েছে। ভারতের অবস্থান সেই ২ নম্বরেই। কেন এমন হল?

আইসিসি জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। সে কারণেই ভারত শীর্ষে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেই সমস্যা মিটে গেছে। ফলে যথাযথ পয়েন্ট তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে অস্ট্রেলিয়া ১ নম্বরে। কিন্তু আইসিসির এই যুক্তির পরও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন, যদি প্রযুক্তিগত সমস্যা থাকত, আগে আইসিসি কিছু জানাল না কেন? তাহলে এত ঘণ্টা ধরে ভারত এক নম্বরে ভেবে আনন্দ পেতেন না ক্রিকেটপ্রেমীরা।

নাগপুরে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়েছে ভারত। তারপরও ক্রমতালিকায় দু’নম্বরে রয়েছে ভারত। নতুন করে প্রকাশ করা তালিকায় ভারতের পয়েন্ট ৩৬৯০। রেটিং ১১৫। অন্যদিকে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ভারতের থেকে কম (৩৬৬৮)। কিন্তু রেটিং (১২৬) বেশি হওয়া এক নম্বরে তারা।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসদের পয়েন্ট সব থেকে বেশি ৪৯৭৩। কিন্তু তাদের রেটিং পয়েন্ট ১০৬। চার নম্বরে থাকা নিউ জিল্যান্ডের পয়েন্ট ২৭০৪ ও রেটিং ১০০। টেস্ট ক্রমতালিকায় পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ২৪৫৬। রেটিং ৮৫।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। রোহিতদের পয়েন্ট ৬১৬৭। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭০৮৩। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের উপরই নির্ভর করছে কোন দুই দল ফাইনালে খেলবে। এজন্য অস্ট্রেলিয়াকে অন্তত ২-০ বা ৩-১ ব্যবধানে হারাতে হবে ভারতকে।

একদিনের ক্রমতালিকায় শীর্ষে রয়েছে ভারত। তাদের পয়েন্ট ৫০১০। রেটিং ১১৪। এই ফরম্যাটেও দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৩৫৭২ পয়েন্ট ও ১১২ রেটিং রয়েছে তাদের দখলে। তিন নম্বরে রয়েছে নিউ জিল্যান্ড। তাদের পয়েন্ট ৩২২৯। রেটিং ১১১। এই তালিকায় চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও পাকিস্তান। ইংল্যান্ডের পয়েন্ট ৩৬৫৬ ও রেটিং ১১১। অন্যদিকে বাবর আজমদের পয়েন্ট ২৬৪৯ ও রেটিং ১০৬।

ক্রিকেটের ছোট ফরম্যাটেও শীর্ষে ভারত। ভারতের পয়েন্ট ১৮৪৪৫। তাদের রেটিং ২৬৭। টি-টোয়েন্টিতে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১৩০২৯। রেটিং ২৬৬। এই তালিকায় তিন নম্বরে রয়েছে পাকিস্তান। বাবরদের পয়েন্ট ১৪১৬৮। রেটিং ২৫৮।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone