বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » পদ্মার ওপর দিয়ে সঞ্চালন লাইন কাল চালু, আসবে পায়রার বিদ্যুৎ

পদ্মার ওপর দিয়ে সঞ্চালন লাইন কাল চালু, আসবে পায়রার বিদ্যুৎ 

132246kalerkantho_pic

পদ্মা নদীর ওপর দিয়ে সঞ্চালন লাইনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকায় বিদ্যুৎ সরবরাহে চালু হচ্ছে আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি ডাবল সার্কিট লাইন। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একাধিক কর্মকর্তা।

পিজিসিবির কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে সঞ্চালন লাইন চালু করতে আনুষঙ্গিক বৈদ্যুতিক যন্ত্রাংশ প্রতিস্থাপনের কাজও সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ১৫ ডিসেম্বর এই লাইনটি চালু করা হবে।

পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম কিবরিয়া কালের কণ্ঠকে বলেন, ‘এখন চলছে টেস্টিং ও কমিশনিংয়ের কাজ। আগামী ১৫ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে লাইন চার্জ করা হবে। সব ঠিক থাকলেই লাইন চালু করা হবে। ’

এদিকে লাইনটি চালুর বিষয়ে  সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে পিজিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ ডিসেম্বর দুপুর ১২টায় চালু করা হবে সঞ্চালন লাইনটি। চার লাখ ভোল্টেজ দিয়ে চালু করে লাইনটি উচ্চ ভোল্টেজে ৪০০ কেভিতে বিদ্যুতায়িত থাকবে। এ সময় সঞ্চালন লাইনের টাওয়ারে আরোহণ, গবাদি পশু বাঁধা, রশি টাঙিয়ে কাপড় ঝোলানো থেকে বিরত থাকতে আহ্বান করে পিজিসিবি।

পদ্মায় সঞ্চালন লাইনের কাজ এমন সময় শেষ হলো, যখন বাগেরহাটের রামপালে নির্মাণাধীন এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি চালুর তোড়জোড় চলছে। চলতি মাসের শেষ দিকে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট (৬৬০) মেগাওয়াট সম্ভাব্য বাণিজ্যিক উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে আমিনবাজার পর্যন্ত সঞ্চালন লাইনটি মূলত ‘আমিনবাজার-মাওয়া-মোংলা ৪০০ কেভি ডাবল সার্কিট লাইন’ প্রকল্পের অংশ। ১৬৫ কিলোমিটার দীর্ঘ এই সঞ্চালন লাইনটিতে মোট ৯.৪ কিলোমিটার নদী ক্রসিং রয়েছে। যার মধ্যে আছে পদ্মা নদী ক্রসিং। লাইনটি নির্মাণের উদ্দেশ্য হলো, রামপাল ও পটুয়াখালীর পায়রায় উৎপাদিত বিদ্যুৎ ঢাকায় নিয়ে আসা।

এই সঞ্চালন লাইন নির্মাণে মোট দুই হাজার ৫০৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) দিয়েছে এক হাজার ২৭০ কোটি টাকা, সরকারের সহায়তা ৮৯৭ কোটি টাকা এবং পিজিসিবির নিজস্ব অর্থায়ন রয়েছে ৩৩৭ কোটি টাকা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone