বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সুদানে ২ দিনে জাতিগত সংঘর্ষে নিহত ১৫০

সুদানে ২ দিনে জাতিগত সংঘর্ষে নিহত ১৫০ 

150531sudanJPG800x483

আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নাইল প্রদেশে জাতিগত সংঘর্ষে গত দুই দিনে অন্তত ১৫০ জন নিহত হয়েছে। আলজাজিরা জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবারের সংঘর্ষে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এ সংঘাত ছড়িয়ে পড়ে গত সপ্তাহে হাউসা এবং তার প্রতিদ্বন্দ্বী জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে। রাজধানী খার্তুম থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে রোজারেসের কাছে ওয়াদ আল-মাহি এলাকাকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে।

বিজ্ঞাপন

ওয়াদ আল-মাহি হাসপাতালের প্রধান আব্বাস মুসা বলেছেন, গত বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ মোট ১৫০ জনের প্রাণহানি ঘটেছে। সহিংসতায় অন্তত ৮৬ জন আহত হয়েছে।

সংঘাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়ে গতকাল বৃহস্পতিবার দামাজিনে মিছিল হয়েছে। রাজ্যের গভর্নরকে বরখাস্ত করারও আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। তারা সহিংসতা চান না বলেও প্ল্যাকার্ডে লিখে জানিয়েছেন। সংঘর্ষ বিরোধী স্লোগানও দিয়েছেন তারা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone