বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী 

165600electionJPG800x483

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তাঁর দেশে এ বছরের ২১ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং প্রধান দলগুলোর আস্থা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার মতো পরিস্থিতিতে নির্বাচনে লড়বে দলগুলো।

ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সময় রবিবার স্কট মরিসন বলেছেন, ২১ মে’র নির্বাচনে শুধু উদারপন্থী এবং জাতীয়তাবাদীদের ভোট দিয়ে শক্তিশালী ভবিষ্যতের জন্য দেশের শক্তিশালী অর্থনীতি নিশ্চিত করা যেতে পারে।

অন্যদিকে বিরোধী লেবার পার্টি বলেছে যে, অস্ট্রেলিয়ার জনগণের জন্য ভালো অর্থনৈতিক বিকল্প তুলে ধরবে তারা।

বিজ্ঞাপন

স্কট মরিসন বলেছেন, উন্নত ভবিষ্যৎ নাকি অনিশ্চয়তা কোনটা বেছে নেবেন? সিদ্ধান্ত আপনাদের। বিরোধী লেবার পার্টি যাদের আপনারা চেনেন না; অন্যদিকে আপনাদের চেনা সরকার, কাদের বেছে নেবেন সে সিদ্ধান্ত আপনাদের।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ৭৬টি আসনে প্রতিনিধিত্ব করছে মরিসনের নেতৃত্বাধীন দল। ক্ষমতা ধরে রাখতে সমান সংখ্যক আসনে জয় পেতে হবে তাদের।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone