বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, মে ৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » অসম্পূর্ণ কাজ করবেন আইভী, ট্যাক্স কমাবেন তৈমূর

অসম্পূর্ণ কাজ করবেন আইভী, ট্যাক্স কমাবেন তৈমূর 

100152cap_kalerkantho_pic

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। ভোটগ্রহণের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীদের প্রচারও এখন তুঙ্গে। নগরের অলিগলিতে ঘুরছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রাথীরা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এবার সাতজন মেয়র প্রার্থী, ১৪৮ জন কাউন্সিলর ও ৩৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সব ছাপিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে বিএনপি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের জোর লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নারায়ণগঞ্জ শহরের আনাচকানাচে এখন পোস্টার, লিফলেট, ব্যানার ছড়িয়ে পড়েছে। নির্বাচনী গান-স্লোগানে নগর এখন উত্তাল।

গতকাল বুধবার আইভী ও তৈমূর দুজনই গণসংযোগ করেছেন। সেলিনা হায়াত আইভী গতকাল মদনপুর, ফুলহর এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে তৈমূর আলম গণসংযোগ করেন উকিলপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ এলাকায়।

গতকাল প্রচারকালে আইভী সাংবাদিকদের কাছে বলেন, ‘আমার প্রতিশ্রুতি হলো আগের চলমান কাজগুলো সম্পন্ন করা। আমার মনে হয়, আমি আমার কথার ৭০ থেকে ৮০ শতাংশই রেখেছি।

মানুষের সবচেয়ে বেশি চাহিদা ছিল রাস্তা ও ড্রেন। সিটি করপোরেশন হওয়ার আগে কিন্তু রাস্তা, ড্রেন—কিছুই ছিল না। এখন চাহিদা হলো খাল খনন, খেলার মাঠ, পার্ক করে দেওয়া। সেটা নিয়ে এখন আমি কাজ করছি।’

এদিকে তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ট্যাক্স বৃদ্ধি হয়েছে কিন্তু মানুষের সেবা বৃদ্ধি পায়নি। মানুষের ট্রেড লাইসেন্সের দাম বাড়ানো হয়েছে। পানির ট্যাক্স বাড়ানো হয়েছে, কিন্তু মানুষ সেভাবে পানি পায়নি। আপনারা এই সিটি করপোরেশনের ব্যর্থতাকে প্রতিরোধ করতে আমাকে মাঠে নামিয়েছেন। আমি আপনাদের জন্য জীবন বাজি রেখে হলেও কাজ করব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাতি প্রতীকের প্রার্থী তৈমূর বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ এই সিটি করপোরেশন ও পৌরসভার ১৮ বছরের ব্যর্থতা ও দুর্নীতির বিরুদ্ধে মনের মতো একজন প্রার্থী চেয়েছিল। আপনারা সেই প্রার্থী পেয়েছেন। সে জন্যই আপনারা সবাই নেমেছেন। আমি একটা উপলক্ষ মাত্র, একটা প্রতীক মাত্র।’

তিনি বলেন, ‘আমাকে রাষ্ট্রীয়ভাবে অনেক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে হয়েছে। আমি বিআরটিসিসহ ৫৪টি প্রতিষ্ঠানের চেয়্যারম্যান ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছি এবং প্রতিষ্ঠা করেছি। অনেক খেটে খাওয়া মানুষের জন্য সংগঠন করেছি। আপনাদের সেবার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে আমি যেন মরতে পারি, এটাই আমার কামনা।’

বিএনপি থেকে অব্যাহতির বিষয়ে তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছি, আবারও করছি। আমি মনে করি আমার নির্বাচনের রাস্তাটাকে আমার দল প্রশস্ত করেছে।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone