বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » দিল্লিতে সপ্তাহে দুদিন কারফিউ

দিল্লিতে সপ্তাহে দুদিন কারফিউ 

090423_122578541_gettyimages-1237486176-594x594

ভারতে করোনাভাইরাস সংক্রমণের নতুন ধরন ওমিক্রনের বিস্তার বেড়ে যাওয়া দিল্লিতে সপ্তাহিক ছুটির দিন কারফিউ জারি করা হয়েছে। দিল্লির রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, শনিবার ও রোববার নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় কারফিউ চলবে।

ভারতের করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রুপ ধারণ করছে। মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছে ৩৭৮ জাজার ৩৭৯ জন যার এক তৃতীয়াংশ দিল্লি ও মুম্বাইতে। এর আগে ভারতে করোনায় যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিলো এবার তা আগেভাগে ঠেকাতেই কারফিউ দেওয়া হয়েছে।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দু’দিন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে জরুরি পরিষেবা ছাড়া সরকারি সব দপ্তরের কর্মীদেরকে বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে।’

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী আরও বলেন, সড়কে যাত্রীদের ভিড় সামাল দিতে বাস ও মেট্রোয় আসন সংখ্যা বাড়ানো হবে। কেউ মাস্ক ছাড়া বের হতে পারবেন না।

ওমিক্রনের কারণে দিল্লিতে বর্ষবরণ অনুষ্ঠানে জমায়েত নিষিদ্ধ ছিল। এরপরও প্রতিদিনই করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন ৪ হাজারের বেশি মানুষ।

ভারতের ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপের (এনটিজিআই) প্রধান ডা. এনকে অরোরা ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওমিক্রনের প্রাদুর্ভাবে দিল্লি, মুম্বাই, কলকাতাসহ ভারতের বড় শহরগুলোতে লাগামহীনভাবে বাড়ছে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্ত এই রোগীদের ৭৫ শতাংশই ওমিক্রনের শিকার।

ভারতে ১ হাজার ৭শ’র বেশি ওমিক্রন রোগী শনাক্ত করা হয়েছে যার মধ্যে মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা ৫৬৮ এবং দিল্লিতে ৩৮২।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone