বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ৫, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড 

141838africa800x483

দক্ষিণ আফ্রিকার শহর কেপটাউনের পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাচ্ছে। ভবনের ছাদ থেকে বিশাল অগ্নিশিখা বের হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

পার্লামেন্টের কাছেই সেন্ট জর্জ ক্যাথেড্রালে আর্চবিশপ ডেসমন্ড টুটুর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েক ঘণ্টা পর ঘটনাটি ঘটল। দক্ষিণ আফ্রিকার জাতীয় পরিষদ ভবনেও আগুন লেগেছে। আগুন লেগেছে ছাদের কাছাকাছি জায়গায়।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, ঘাবড়ানোর মতো তেমন কিছু ঘটেনি। আগুন প্রায় নিয়ন্ত্রণে আসার পথে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone