বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, মে ৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিশাল জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ

বিশাল জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ 

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।  টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। জেতার জন্য নেপালের সামনে টার্গেট ২৯৮ রান।টাইগারদের পক্ষে সর্বোচ্চ ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন প্রান্তিক নওরোজ নাবিল। তার অপরাজিত ১১২ বলের ইনিংসটিতে ছিল ১১টি চার ও ১টি ছক্কার মার। এছাড়া মোহাম্মদ ফাহিম ৫৮, ইফতেখার হোসেন ইফতি ২১, মোহাম্মদ মাহফিজুল ইসলাম ১৭, আইচ মোল্লা ২২ ও এস এম মেহরব হোসেন ২১ রান করেন।জবাবে ব্যাট করতে নেমে নেপাল ভালো শুরু পায়নি। দ্বিতীয় ওভারে দলীয় ৫ রানে অর্জুন কুমালকে হারিয়ে ফেলে দলটি। এরপর দলীয় ২১ রানে দেব খানাল ও ২৩ রানে সন্তোষ কার্ক ধরেন সাজঘরের পথ।এরপর দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৮১ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটলে নেপাল কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। বিবেক কুমার যাদবের ৩৪ বলে ২৬ ও গুলশান কুমারের ২৮ বলে ৩৫ রানের ইনিংস অবশ্য পরাজয়ের ব্যবধান কিঞ্চিৎ কমাতে সাহায্য করেছে।তবে তারা দুজন সাজঘরে ফিরলে ১৪৩ রানে গুটিয়ে যায় নেপাল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৯৭/৪ (৫০ ওভার)
নাবিল ১২৭*, ফাহিম ৫৮* (রিটায়ার্ড হার্ট), আইচ ২২, মেহরব ২১, ইফতি ২১ মাহফিজুল ১৭, তিলক ৩১/১, আদিল ৪৩/১

নেপাল অনূর্ধ্ব-১৯ দল : ১৪৩/১০ (৪২.৩ ওভার) গুলশান ৩৫, বিবেক ৩৩,মেহরব ২০/২, সাকিব ২২/২, রাকিবুল ২৫/২, নয়ন ৪৫/২

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone