বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন ১৫ জন

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন ১৫ জন 

বিশ্বে যে তারুণ্য গড়বে দেশের ভাবমূর্তি তাদের কাজের স্বীকৃতি হিসেবে দেয়া হলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। যেখানে বিজয়ীরা প্রত্যয়ী আগামীর দেশ গড়ার কাজে আত্মনিয়োগে। দীপ্ত কণ্ঠে জানালেন, আগামী সম্ভাবনার কথা।তরুণ মনস্তত্বে যদি লেপ্টে থাকে লাল সবুজের গাঢ় রং। তবে সে তরুণই হয়ে ওঠে অনুপ্রেরনার অপার শক্তি। সমৃদ্ধ এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিআরআইয়ের ইউথ বাংলা প্লাটফর্ম। ৫ ক্যাটাগরিতে অনন্য অবদান রাখায় ১৫ জনের হাতে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। এ সময় অনুভূতি প্রকাশে এই পনেরো আলোকবর্তিকার কণ্ঠে উঠে এলো আশা আর অনুপ্রেরনার গল্প।অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না থাকলেও ধারণকৃত ভিডিও বার্তায় বিজয়ীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ৫০ এর বাংলাদেশে বিশেষ অবদান রাখার জন্য প্রথমবারের মতো ৪ জনকে দেয়া হয় ‘পাথ ফাইন্ডার’ অ্যাওয়ার্ড।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড  পেলেন যারা :

১. অমিয় প্রপান চক্রবর্তী (আরকা) – ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)

২. মোহাম্মদ শামস জাব্বার – টেক একাডেমি

৩. শিরিন আক্তার আশা – আসমানী যুব নারী ফাউন্ডেশন

৪. এসরাত করিম – অমল ফাউন্ডেশন

৫. মাশরুর ইশরাক – থার্ড আই

৬. সানজিদুল আলম সেবন শান – ইকোভেশন বাংলাদেশ

৭. গিরি ধর দে – বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

৮. শাহানা আফরিন দিনা – স্টেপ এহেড

৯. ফাইরুজ ফাইজাহ বেথার – মনের স্কুল

১০. লামিয়া তানজিন তানহা – ট্রান্সএন্ড

১১. ইউসুফ ইবনে ইয়াকুব – রিফ্লেক্টিভ টিনস

১২. রাতুল দেব – জেন ল্যাব

১৩. আবু হাসান (জয়তা পলি) – দিনের আলো হিজড়া উন্নয়ন মহিলা সংস্থা

১৪. রিগান কুমার কানু – বাংলাদেশ চা সম্প্রদায় ছাত্র যুব পরিষদ

১৫. মো. নুরুল আলম – মেধাবী কল্যাণ সংস্থা (এমকেএস)

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone