বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ৩, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে অ্যাপল

বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে অ্যাপল 

বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে অ্যাপল। বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৩ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেক জায়ান্টটি। বাজারমূল্যের দিক থেকে শিগগিরই কোম্পানিটির সম্পদ তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি মার্কিন ডলার ছাড়াবে বলে ধারণা বিশ্লেষকদের। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে সোমবার বহুজাতিক কোম্পানিটির শেয়ারের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮১ ডলার ৭৫ সেন্ট। শেয়ারের দর ১৮২ ডলার ৮৫ সেন্টে উঠলেই নতুন রেকর্ড গড়বে অ্যাপল।মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, ২০১৮ সালের আগস্টে এক ট্রিলিয়ন বা লাখ কোটি ডলার ছাড়ায় অ্যাপলের বাজারমূল্য। এর ২ বছরের মাথায় ২০২০ সালের আগস্টে বাজারমূল্য অতিক্রম করে দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার।চলতি বছর অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ৩৫ শতাংশের বেশি। কোম্পানিটির নতুন পণ্য আইফোন ১৩ এবং অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি প্লাস, আইক্লাউডসহ বিভিন্ন পরিষেবার চাহিদা বৃদ্ধি পাওয়ায় শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়েছে বলে ধারণা বিশ্লেষকদের।এ বছর জুলাই-সেপ্টেম্বরে অ্যাপলের পণ্য ও সেবা বিক্রির হার বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এই ৩ মাস সময়ে মোট বিক্রি হয়েছে ১৯ হাজার ১০০ কোটি ডলার।অ্যাপল ৩ ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছালেও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন ও টেসলা তাদের পিছনে অবস্থান করবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone