বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, মে ৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মদিনায় বাস ও ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪৪

মদিনায় বাস ও ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৪৪ 

123300bus_crush_madin

সৌদি আরবে একটি বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ৪৪জন। আজ শুক্রবার (২৬ নভেম্বর) মদিনার মহাসড়কের এ দুর্ঘটনার তথ্য জানায় সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ।

আরব নিউজের খবরে জানা যায়, মদিনা প্রদেশের আল হিজরাহ মহাসড়কে ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস চলছিল। এ সময় উল্টো দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। মদিনা সিটি থেকে ৯০ কিলোমিটার দূরত্বে আল ইউতামাহ শহরের পরে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনকে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্স ডাকা হয়। যদিও কর্তৃপক্ষ ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করেনি।

মক্কা ও মদিনা প্রদেশের মধ্যে সংযোগ তৈরি করা রাস্তগুলোর মধ্যে এটি অন্যতম ব্যস্ততম একটি সড়ক। দুই বছর আগে এর সংস্কার কাজ করা হয়েছিল।  মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে যেতে সাধারণ মুসল্লিরা এ পথ ব্যবহার করেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে দেখা গেছে, একটি লাল বনলাক বাসের সামনে ও পাশের দিকে দুমড়ে মুচড়ে যায়। এমনকি এর সামনের গ্লাসও ভেঙ্গে গেছে।

এর আগেও ২০১৯ সালে আল আখাল গ্রামের কাছে এই মহাসড়কে ৩৫জন হজযাত্রী মারা গিয়েছেন। বাসটি একটি লোডারের সঙ্গে সংঘর্ষে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা মতে ২০১৯ সালে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১২ হাজার ৩১৭জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone