বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ১৫৯ রানে অলআউট আফগানিস্তান

১৫৯ রানে অলআউট আফগানিস্তান 

CRICKET-ASIACUP-BAN-PAK

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ এশিয়া কাপের নবম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই বিপাকে পড়ে আফগানিস্তান। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা আফগানরা ১৫৯ রানের বেশি করতে পারেনি।

৪৫ ওভার ২ বলে ১৫৯ রানে অলআউট হয়ে যায় তারা। জয়ের জন্য ভারতকে ১৬০ রান করতে হবে।

ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ৪টি উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন নেন ৩টি। এ ছাড়া মোহাম্মদ সামি ২টি ও অমিত মিশ্র ১টি উইকেট নেন।

আফগানিস্তানের পক্ষে সানাউল্লা সেনওয়ারি একমাত্র ৫০ রান করেন। আর নূর আলী জাদরানের ব্যাট থেকে আসে ৩১ রান।

আজ নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। কারণ, এরই মধ্যে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বুধবার টস জিতে আফগানিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কোনো পরিবর্তন ছাড়াই আফগানদের বিপক্ষে দল সাজিয়েছে ভারত।

অন্যদিকে আফগানিস্তান দলে একটি পরিবর্তন আনা হয়েছে। হাজমাকে রাখা হয়েছে দলের বাইরে।

এদিকে একদিনের আন্তর্জাতিক ম্যাচে এবারই প্রথম ভারতের মুখোমুখি হলো আফগানিস্তান। এর আগে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দল দুটি।

দুটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। ২০১০ সালে প্রথমটিতে ৭ উইকেটে এবং ২০১২ সালে অপরটিতে ২৩ রানে জয় পায় তারা।

এশিয়া কাপে এবারের আসরে ভারতের একমাত্র জয় বাংলাদেশের বিপক্ষে। নবাগত দল আফগানিস্তানও হারিয়েছে বাংলাদেশকে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone