বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ১৮, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইরানের ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 

ইরানের ৬ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।এক ঘোষণায় মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এ নিষেধাজ্ঞার কথা জানায়। এতে বলা হয়েছে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।২০২০ সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনের আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিযোগ করেছিল, ইরান, রাশিয়া ও চীন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। যদিও সেসময় দেশগুলো এমন অভিযোগ অস্বীকার করেছিল। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারো ইরানের সঙ্গে থাকা পরমাণু সমঝোতা চুক্তি কার্যকর করার লক্ষ্যে কূটনৈতিক উপায় অবলম্বনের আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি যখন আশার আলো দেখছে তার আগেই ইরানের বিরুদ্ধে এমন সময় নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ইরানি গণমাধ্যমে বাইডেনের এমন আচরণকে তার দ্বিমুখী নীতি হিসাবে চিহ্নিত করা হয়েছে।এতে বলা হচ্ছে, বাইডেন প্রশাসন একদিকে স্বীকার করছে যে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছে তা ব্যর্থ হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone