বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|মঙ্গলবার, মে ৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » নাইজেরিয়া আনছে ডিজিটাল মুদ্রা ই-নাইরা

নাইজেরিয়া আনছে ডিজিটাল মুদ্রা ই-নাইরা 

1714583

ই-নাইরা নামে একটি ডিজিটাল মুদ্রা চালু করতে যাচ্ছে নাইজেরিয়া। আগামীকাল থেকে এটি চালু করা হবে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করতে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিষেধ করার কয়েক মাস পর এই ডিজিটাল মুদ্রা চালু করা হচ্ছে।

সেন্ট্রাল ব্যাংক অব নাইজেরিয়া (সিবিএন) গভর্নর গডউইন এমফিয়েল বলেন, ই-নাইরা একটি ওয়ালেট হিসাবে কাজ করবে যার বিপরীতে গ্রাহকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদ্যমান তহবিল রাখতে পারবেন।

সিবিএন এক বিবৃতিতে বলেছে, অর্থের বিবর্তনে ই-নাইরা একটি বড় পদক্ষেপ। এবং সিবিএন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে প্রচলিত আর্থিক মুদ্রার মতো ই-নাইরা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।

বার্বাডোসভিত্তিক বিট ইনকরপোরেটেড ই-নাইরা’র প্রযুক্তি-সহযোগী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone