বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ২শ কোটি টাকার মানহানি মামলা প্রথম আলোর বিরুদ্ধে

২শ কোটি টাকার মানহানি মামলা প্রথম আলোর বিরুদ্ধে 

images_27866

এইদেশ এইসময়, ঢাকা : প্রথম আলোর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

সোমবার সকালে ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ মো. আবু তাহেরের আদালতে এ মামলা করা হয়।

মামলাটি করেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এম এ রশিদ।

আগামী ১০ মার্চ মামলাটির গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

মামলায় প্রথম আলোর সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক ও কুমিল্লার নিজস্ব প্রতিবেদককে বিবাদী করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় ‘ঠিকাদারের দাওয়াতে হাজির তিন মন্ত্রী, চার বিদ্যালয় বন্ধ রেখে মেজবান’ ও ২৪ ফেব্রুয়ারি একই পত্রিকায় ‘দাওয়াত-সংবর্ধনা আর কত, মন্ত্রী সভার বৈঠকে বন্ধের সিদ্ধান্ত হোক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

এসংবাদ প্রকাশিত হওয়ায় বাদীর মানহানি হওয়ায় এ মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone