বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ওমরাহ পালনে সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোতি দিলো সৌদি আরব

ওমরাহ পালনে সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোতি দিলো সৌদি আরব 

সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোতি দিলো সৌদি আরব। এর ফলে সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালনে আর বাধা রইল না।মঙ্গলবার সৌদি আরবের কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়। এর ফলে দেশটিতে করোনার মোট ৬টি টিকা অনুমোদন পেল।এর আগে সৌদি আররে চারটি টিকার অনুমোদন ছিল। সেগুলো হলো- অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না।গত মাসের শেষ দিকে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়,  যেসব বিদেশি পর্যটকের সৌদি সরকার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ নেয়া আছে, তারাই কেবল দেশটিতে প্রবেশ করতে পারবেন। খবর : আরব নিউজ ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone