বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাইমস স্কয়ারে ভেসে উঠল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি। বাঙালির জাতির পিতাকে দেখল বিশ্ব। ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিরা। এ ছাড়া অনেক বিদেশি নাগরিক বাংলাদেশের পতাকা হাতে উপস্থিত হন সেখানে।  স্থানীয় সময় ১৪ আগস্ট মধ্যরাত থেকে প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড করে বঙ্গবন্ধুর ছবি ৭২০ বার প্রদর্শিত হবে।টাইমস স্কয়ারে বিশাল ডিজিটাল বিলবোর্ডে এই ক্লিপটির পাশাপাশি জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের ওপর একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের উদ্যোগে এই আয়োজন।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলমান আয়োজনের অংশ হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone