বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|বৃহস্পতিবার, মে ২, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » পাকিস্তান ক্রিকেটের নোংরা রাজনীতি নিয়ে সরব হলেন রাজ্জাক

পাকিস্তান ক্রিকেটের নোংরা রাজনীতি নিয়ে সরব হলেন রাজ্জাক 

171446razzak

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে একের পর এক সাবেক ক্রিকেটার মুখ খুলছেন। এবার সেই দলে যোগ দিলেন সাবেক তারকা অল-রাউন্ডার আব্দুর রাজ্জাক। তার মতে, ফিট থাকার পরেও তাকে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান ক্রিকেট দলে নেওয়া হয়নি। যখন তিনি পাকিস্তান ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক শোয়েব মালিকের কাছে তার বাদ পড়ার কারণ সম্পর্কে জানতে চান, মালিক তাকে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক সালাহদ্দিন সালোর সঙ্গে দেখা করার পরামর্শ দেন।

সম্প্রতি আব্দুর রাজ্জাক একটি টেলিভিশন চ্যানেলকে বললেন, ‘দূর্ভাগ্যজনকভাবে ২০০৭ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় আমি একেবারে ফিট ছিলাম না। সেকারণে এই আসরে আমি অংশগ্রহণ করতে পারিনি। তবে বিশ্বকাপের পরেই আমি ফিট হয়ে উঠি। কিন্তু, তারপরেও আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়নি। তখন আমি দলের অধিনায়ক শোয়েব মালিকের কাছে কারণ জানতে চাই। তবে ও আমাকে দলের প্রধান নির্বাচক সালাহদ্দিন সালোর সঙ্গে দেখা করার পরামর্শ দেয়। সাল্লো ভাই আমাকে জানিয়েছিল, এই সিদ্ধান্তটা একেবারেই বোর্ডের ছিল।’

আব্দুর রাজ্জাক আরও জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাসিম আশরাফের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেন। কিন্তু তিনি বুঝতেই পারতেন না যে কোন কারণে আশরাফ তাকে দেখতে পারতেন না। তিনি বলেন, ‘আমার মনে হয়, তৎকালীন চেয়ারম্যান নাসিম আশরাফ আমাকে একেবারেই পছন্দ করতেন না। কেন আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, সেই কারণ আমি আজ পর্যন্ত জানি না।’

রাজ্জাক আরও বলেন, ‘প্রকৃতপক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান হওয়ার আগে দুই বছর তিনি দলের সঙ্গেই যুক্ত ছিলেন। ওনার সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। কেন আমাকে অপছন্দ করত, সেটা আজ পর্যন্ত আমি জানি না। আমার বিশ্বাস, সবাই এই কথাগুলো একটা বইয়ের পাতায় সাজিয়ে রাখতে চাইবে। কিন্তু আমার আপাতত কোনো বই লেখার ইচ্ছা নেই। তবে যদি কখনও আমি বই লিখি, তাহলে সব সত্যি সামনে বেরিয়ে আসবে। আর সেটা কেউ সহ্য করতে পারবে না।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone