বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শুক্রবার, মে ১৭, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » গ্রামীণফোনকে আইনি নোটিশ হুমায়ুন আহমেদের পরিবারের

গ্রামীণফোনকে আইনি নোটিশ হুমায়ুন আহমেদের পরিবারের 

172159cop_kalerkantho_pic

গ্রামীণফোনকে আইনি নোটিশ দিয়েছে হুমায়ুন আহমেদের পরিবার। বাকের ভাই, এলাচি বেগম, সোবহান সাহেব এবং তৈয়ব আলী নামের জনপ্রিয় চারটি চরিত্র কোনো প্রকার অনুমোতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করে মেধাস্বত্ব লঙ্ঘন করায় গ্রামীণফোনকে আইনি নোটিশ দেওয়া হয়।

কিংবদন্তি লেখক প্রয়াত হুমায়ুন আহমেদের সৃষ্টি জনপ্রিয় চারটি নাটকের চরিত্র বাকের ভাই, এলাচি বেগম, সোবহান সাহেব এবং তৈয়ব আলী। কোনো প্রকার অনুমোতি ছাড়া এসব চরিত্র বাণিজ্যিকভাবে ব্যবহার করে মেধাস্বত্ব লঙ্ঘন করার কারণে গ্রামীণফোনকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রয়াত লেখকের পরিবাবের সদস্য ও উত্তরাধিকারগণ। প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, কন্যা নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ, পুত্র নুহাশ হুমায়ুন এবং ভাই জাফর ইকবালের পক্ষে আইনি নোটিশটি গ্রামীণফোনকে পাঠান আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিজবাহ।

গ্রামীনফোন ২০২০ সালের জুলাই মাসে ‘কেমন আছেন তারা’ শীর্ষক কয়েক পর্বের একটি ধারাবাহিক প্রোমোশনাল অনুষ্ঠান প্রচার করে। অনুষ্ঠানটির টাইটেল ছিল ‘গ্রামীণফোন নিবেদিত ‘‘কেমন আছেন তারা?’’, যা গ্রামীণফোনের ফেসবুক পেজ এবং ইউটউব চ্যানেল থেকে রিলিজ হয় এবং প্রচারিত হতে থাকে। অনুষ্ঠানে প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের রচিত চারটি জনপ্রিয় চরিত্র বাকের ভাই (কোথাও কেউ নেই), এলাচি বেগম (অয়োময়), সোবহান সাহেব (বহুব্রীহি) এবং তৈয়ব আলীকে (উড়ে যায় বক পক্ষী) ব্যবহার করা হয়। তবে এর জন্য গ্রামীণফোনের পক্ষ থেকে হুমায়ুন আহমেদের পরিবারের সদস্য বা উত্তরাধিকারীদের নিকট থেকে কোনো প্রকার অনুমতি বা লাইসেন্স নেওয়া হয়নি। উক্ত চারটি চরিত্র ব্যবহার করা এপিসোডগুলো ৩০ লাখবারেরও বেশি ভিউ হয়েছে। প্রচলিত আইনে এই ধরনের ব্যবহারের জন্য বাদ্ধবাধকতা থাকার পরও গ্রামীণফোন তা মানেনি যার ফলে মেধাস্বত্ব আইন লঙ্ঘন হয়েছে।

আফরোজ শাওন বলেন, ‘হুয়ামুন আহমেদের সৃষ্টি অনেকগুলো চরিত্রের মধ্যে বাকের ভাই, এলাচি বেগম, সোবহান সাহেব এবং তৈয়ব আলী চরিত্রগুলো অত্যন্ত জনপ্রিয় এবং সর্বজনবিদিত যা এখনো দর্শকদের হৃদয়ে লেগে আছে। এসমস্ত চরিত্রের অনুমোতিবিহীন এবং বাণিজ্যিক ব্যবহার হুমায়ুন আহমেদের মেধাস্বত্ব অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং কোনোভাবেই কাম্য নয়। হুমায়ুন আহমেদের মেধাস্বত্ব সুরক্ষায় ওনার পরিবাবের সদস্যগণ সদা স্বচেষ্ট এবং প্রচলিত আইনের ওপর আস্থা রেখে যা যা করা প্রয়োজন তার সবটুকুই করবে।’

আইনি নোটিশে গ্রামীণফোনকে উক্ত মেধাস্বত্ব লঙ্ঘিত এপিসোডগুলো ৩ দিনের মধ্যে অপসারণ পূর্বক হুমায়ুন আহমেদের পৱিবাৱেৱ সদসদেরকে জানানোর জন্য বলা হয়েছে এবং হুমায়ুন আহমেদের মেধাস্বত্ব লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ ১৫ দিনের মধ্যে পৱিবাৱেৱ সদসদেরকে প্রদান করতে বলা হয়েছে। এছাড়া আদালতের মাধ্যমে বেপারটি সমাধান হবে বলে জানান প্রয়াত লেখকের উত্তরাধীকারগণ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone