বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|শনিবার, মে ৪, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া 

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। নেভাডার উত্তরে ক্যালিফোর্নিয়ার সীমান্তের কাছে দাবানলের কারণে লোকজনকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।গত ২ দিন ধরে পশ্চিমাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে দাবানল। এটা দ্বিগুণ আকার ধারণ করেছে। জ্বলতে থাকা অগ্নিশিখা থেকে আকাশ ছেয়ে যাচ্ছে বিশাল ধোঁয়ার কুন্ডলি ও ছাইয়ে। অ্যারিজোনায় আগুন নেভানোর কাজ করতে গিয়ে দুটি বিমানের সংঘর্ষে দুই দমকলকর্মীরও নিহত হয়েছেন। চলমান দাবদাহের মধ্যে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে ছিল ৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া, ডেথ ভ্যালিতেও ৫৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খবর : আল-জাজিরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone