বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|রবিবার, মে ১৯, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি বিএনপির

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি বিএনপির 

rigvi ai

প্রধান প্রতিবেদক : উপজেলা নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে বক্তব্য দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র।

রুহুল কবির রিজভী আহমেদ তার বক্তব্যে বলেছেন, উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের ভোট কারচুপিতে নির্বাচন কমিশন নীরর থাকায় এই মুহুর্তে নির্বাচন কমিশনের পদত্যাগ ছাড়া গণতন্ত্রের ন্যূনতম কাঠামো থাকবে না। তিনি বলেন, নির্বাচন কমিশনকে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে চিঠি দেওয়া হলেও কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং সাংবিধানিক সত্তা বিসর্জন দিয়ে ক্ষমতাসীনদের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে সরকার।

তিনি অভিযোগ করেন, সরকার একদিকে যেমন শাসনতন্ত্রকে ব্যবহার করছে অন্যদিকে দলীয় সন্ত্রাসীদের দ্বারা তা-ব চালাচ্ছে। পুলিশ ও গণমাধ্যমকে নীরব ভূমিকা পালন করতে বলা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে বলে তিনি জানান।

এ সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র ঢাকার কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী সমর্থিত সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির মহোৎসব চালাচ্ছে। বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং যারা ঢুকছে তাদের বের করে দেওয়া হচ্ছে। নির্বাচনী দায়িত্বে ৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকার কথা থাকলেও একজনকেও দেখতে পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone