বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|সোমবার, মে ৬, ২০২৪
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আজ বাংলাদেশ-ভারত লড়াই

আজ বাংলাদেশ-ভারত লড়াই 

asia_cup ai

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। আজ (বুধবার) দুপুর ২টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রতিবেশী দুই দেশ লড়তে নামছে।

এটাকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বাংলাদেশ-ভারত লড়াই হিসেবেই দেখছে। গত এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারার পর ভারতও বাংলাদেশকে মোটামুটি শক্ত প্রতিদ্বন্দ্বীর দৃষ্টিতে দেখছে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টানা পরাজয়ের পর দলের আত্মবিশ্বাসে নিশ্চিতভাবেই প্রভাব ফেলেছে। কিন্তু প্রতিপক্ষ ভারত বলেই আত্মবিশ্বাস বিস্ময়করভাবে বেড়েছে বাংলাদেশ দলের।

ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টানা হারে বিপর্যস্ত বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াইয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে এশিয়া কাপে। ভারতও একই অবস্থায়। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে একের পর এক হার মানা দলটি এসেছে এবার মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই। নতুন করে সাজানো দল নিয়ে নিজেদের ফিরে পেতে চায় তারাও।

পাঁচবার এশিয়া কাপ বিজয়ী ভারতের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইনজুরিতে পড়ায় দায়িত্বে পড়েছে বিরাট কোহলির কাঁধে। তরুণ একটি দল নিয়ে বাংলাদেশে এসেছে বিশ্বচ্যাম্পিয়নরা। বিরাট কোহলির সঙ্গে দলে রয়েছেন দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, অমিত মিশ্র এবং রবিচন্দ্রন অশ্বিন। স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, ঈশ্বর পান্ডে, আজিঙ্কা রাহানেদের মতো তরুণরা এবার এশিয়া কাপ জয়ে মাঠের লড়াইয়ে নামবে।

এদিকে বাংলাদেশের ইনজুরি আক্রান্ত আছেন গত এশিয়া কাপের চার ম্যাচে চারটি হাফসেঞ্চুরি হাঁকানো তামিম ইকবাল। দল থেকে জায়গা হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর নিষেধাজ্ঞা জারি থাকার কারণে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, মুমিনুল হক, নাঈম ইসলাম, রুবেল হোসেন ও মাশরাফিদের নিয়ে রানার্স আপ দল হিসেবে ভালো পারফরমেন্স করবে লাল-সবুজরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone